কাশ্মীর থেকে কন্যাকুমারী অসমুদ্র হিমাচল গোটা দেশের সঙ্গীত প্রেমীদের কাছে আবেগের আরেক নাম অরিজিৎ সিং (Arijit Singh)। তাঁর গান শুনে মন্ত্রমুগ্ধের মত নেশায় বুঁদ হয়ে থাকেন সকলেই। সুখ হোক কিংবা দুঃখ জীবনের যে কোনো মুহূর্তেই অরিজিৎ সিং-এর গান যেন ম্যাজিকের মত কাজ করে।
বিশেষ করে আজকের প্রজন্মের কাছে তিনি এক কথায় ঈশ্বর তুল্য। তবে শুধু গান নয় গানের পাশাপাশি সবাইকে মুগ্ধ করে মানুষ হিসাবে অরিজিতের ব্যবহার এবং সাধারণ জীবন যাপন। দেশজোড়ার নাম-যশ-খ্যাতি কোটি টাকার মালিক সবকিছুর পরেও আজ পর্যন্ত অহংকার শব্দটা ছুঁতে পর্যন্ত পারেনি বাংলার জিয়াগঞ্জের এই ভূমিপুত্রকে।
তাঁকে দেখে সত্যিই শিখতে হয় সাফল্যের চূড়ায় পৌঁছেও কিভাবে মাটিতে পা রেখে চলা যায়। যাকে মুম্বাইয়ের তাবড় সঙ্গীত পরিচালকরা একবার ফোনে পাওয়ার অপেক্ষায় থাকেন। সেই অরিজিৎ সব সময় জুড়ে থাকেন নিজের শিকড়ের সাথে। আর তাই সমস্ত চাকচিক্যের মধ্যে থেকেও অরিজিতের বরাবরই পছন্দ সাদামাটা সাধারণ জীবন যাপন।
তাই সন্তান এবং স্ত্রীকে নিয়ে আজ তিনি পাকাপাকিভাবে জিয়াগঞ্জের বাসিন্দা। আর ৫ জন সাধারণ মানুষের মতই অরিজিৎ সিং এর জীবন যাপন বারবার মুগ্ধ করেছে অনুরাগীদের। মাঝে মধ্যেই স্কুটি চেপে তিনি বেরিয়ে পড়েন জিয়াগঞ্জ ঘুরে বেড়ানোর জন্য। সঙ্গী হন তাঁর স্ত্রী কোয়েল। এরই মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অরিজিতের একটি নতুন ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে এত বড় একজন তারকা হয়েও অরিজিত একেবারে যেন মাটির মানুষ। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ি থেকে হাতে একটি ব্যাগ নিয়ে বেড়িয়েছেন অরিজিৎ। বাড়ি থেকেই বের হতেই দাঁড়িয়ে থাকা প্রতিবেশীদের কাছে ভালো মন্দ জানতে চেয়ে হাসিমুখেই সকলের খোঁজখবর নেনে অরিজিৎ।
পাশ থেকেই একজন প্রতিবেশী তাঁকে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি কেমন আছেন? জবাবে অরিজিৎ বলেন ‘এই চলে যাচ্ছে গো।’ এরপর একজন জানতে চান আজ বৌদি আসেননি? এরপর জবাবে অরিজিৎ বলেন ‘ ‘ও এখন রক্ত দিতে গেছে। তাই এলো না’। একথা শুনে সকলেই অরিজিতের স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ।