• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রেয়া ঘোষালকে অপমান, গর্জে উঠলেন অরিজিৎ! ফের নিজের ব্যবহারে সকলের মন জিতে নিলেন গায়ক

Published on:

Arijit Singh defends Shreya Ghoshal lost his cool in twitter

অরিজিৎ সিং (Arijit Singh) এমন একজন ব্যক্তিত্ব যিনি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় থাকেন না। ফেসবুজ, ইনস্টাগ্রাম থেকে শুরু করে টুইটার সব সোশ্যাল মিডিয়া সাইটেই গায়কের (Singer) প্রোফাইল রয়েছে। তবে তা পরিচালনা করে তাঁর টিম। কিন্তু তা সত্ত্বেও অরিজিতের একটি আলাদা টুইটার অ্যাকাউন্ট রয়েছে। সেটিতে ব্লু টিক না থাকলেও গায়কের অন্ধ ভক্তরা জানেন এটি পরিচালনা করেন তিনি নিজে।

অরিজিতের এই টুইটার প্রোফাইলের নাম হল @Atmojoarjalojo। বলিউড, টলিউডের একাধিক নামী তারকা সহ গায়কের বহু অনুরাগী এই প্রোফাইল ফলো করেন। এই প্রোফাইলে এক লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। এবার সেই প্রোফাইলেই একরাশ ক্ষোভ উগড়ে দিলেন এই বঙ্গ তনয়। ঠাণ্ডা স্বভাবের অরিজিৎকে মেজাজ হারাতে দেখে অবাক হয়েছেন নেটিজেনরাও।

Arijit Singh, Arijit Singh angry, Arijit Singh defends Shreya Ghoshal

‘পাসুরি’ গানের রিমেক গেয়ে সম্প্রতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অরিজিৎ। শ্রোতারা দু’ভাগে ভাগ হয়ে গিয়েছেন। কেউ গায়কের সমালোচনা করছেন, কেউ আবার তাঁর পাশে দাঁড়িয়েছেন। এসবের মাঝেই একটি দীর্ঘ টুইট করে নিন্দুকদের কড়া হুঁশিয়ারি দেন গায়ক নিজে।

এই মুহূর্তে দেশের জনপ্রিয়তম গায়কদের মধ্যে একজন হলেন অরিজিৎ। তিনি গাইছেন মানেই সেই গান হিট হওয়া একপ্রকার অনিবার্য। তবে কেরিয়ারে এত সফল হলেও নিজের সহকর্মী এবং সিনিয়রদের প্রতি বরাবর শ্রদ্ধাশীল এই বঙ্গ তনয়। বারবার তাঁর সঙ্গে অন্যদের তুলনা করার বিষয়টি একেবারেই পছন্দ করেন না তিনি। সোমবার এই নিয়েই একরাশ ক্ষোভ উগড়ে দেন অরিজৎ।

Arijit Singh and Shreya Ghoshal, Arijit Singh defends Shreya Ghoshal

গায়ক আজ টুইটারে লেখেন, ‘আমি শেষবারের মতো বলছি, শ্রেয়া ঘোষাল একজন কিংবদন্তি, ওনাকে অপমান করা বন্ধ করুন। সোনু নিগম আমার আদর্শ, ওনার সঙ্গে আমার তুলনা করা এখনই বন্ধ করা হোক। কেকে আমার মেন্টর ছিলেন, আমি ওনার থেকে শিখেছি কীভাবে গানের মধ্যে আবেগ আনতে হয়। মৌহিত চৌহান (বাবাজি) এমন একজন মানুষ যাকে আমি সম্মান করি। আর আতিফ আসলাম এমন একজন শিল্পী যাকে আমি ভালোবাসি’।


নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় অরিজিতের এই টুইট। নিজে এত বড় একজন শিল্পী হওয়া সত্ত্বেও যেভাবে অরিজিৎ বাকিদের সম্মান করেন তা মুগ্ধ করেন সকল কে। আজ ফের নিজের ব্যবহারের মাধ্যমে সকলের মন জয় করে নিলেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥