• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুটো বিয়ে, সলমনের সাথে শত্রুতা থেকে জেলে যাওয়া! এইসব কারণে অরিজিৎ সিং এর পিছু ছাড়েনি বিতর্ক

সলমন খান,অরিজিৎ সিং,বিতর্ক,অরিজিৎ সিং এর জন্মদিন,arijit singh controversy,arijit singh birthday,arijit singh

এই মুহুর্তে সঙ্গীত জগত অন্ধ অরিজিৎ সিং-কে (Arijit Singh) ছাড়া৷ আর আজ তার জীবনের একটি বিশেষ দিন। আজকে তার জন্মদিন। এদিন ৩৪ বছরে পা দিলেন গায়ক। অরিজিৎ সিং পরিচিত তার অমায়িক ব্যবহারের জন্য, সাধারণ জীবনযাপনের জন্য। তার মতো মিষ্টি স্বভাবের মানুষ আর দুটো হয়না। কিন্তু তার পিছু না ছাড়া বিতর্কও কিন্তু কম নয়।

আজ এই প্রতিবেদনে জানাব অরিজিৎ এর এমনই কিছু বিতর্কিত কাহিনী৷ তার গানের কথা যদি বলি, রাত হলেই প্রেমিক, প্রেমিকার কানে হালকা আওয়াজে বাজতে থাকে অরিজিৎ সিং (Arijit Singh)-এর গান। এই অরিজিৎ সিং মানেই আবেগের নাম, অরিজিৎ সিং মানেই মন ভালো করা গান। তবে অসংখ্য ব্যর্থতা পেরিয়েই তবে এই জায়গায় পৌঁছাতে পেরেছেন অরিজিৎ। স্বভাবে খুবই শান্ত এবং ধীরস্থির তিনি, গানে যতটা বলতে পারেন মুখে পারেননা।

Arijit Singh

২০০৫ সালে ফেম গুরুকুল নামের একটি রিয়েলিটি শো দিয়েই তার প্রথম বলিউডে অভিষেক। তবে সেখানে জনপ্রিয়তার বিন্দুমাত্র পাননি তিনি, হতে পারেননি বিজয়ী-ও৷ আশিকী-২ (Aashiqui-2) ছবিতে ‘তুম হি হো’ গেয়েই বিপুল জনপ্রিয়তা পান অরিজিৎ। এরপর বলিউড থেকে টলিউড লাগাতার অসংখ্য হিট গান উপহার দিয়েছেন গায়ক।২০১০-১১ নাগাদ সংগীত পরিচালক প্রীতমের বিভিন্ন প্রোজেক্টে কাজ করতে শুরু করেন তিনি। আর এখন তাকে ছাড়া বলিউড বা টলিউডের সংগীত জগত কার্যত অচল।

সলমন খান,অরিজিৎ সিং,বিতর্ক,অরিজিৎ সিং এর জন্মদিন,arijit singh controversy,arijit singh birthday,arijit singh

তবে তার জীবনে অঘটনও কিছু কম ঘটেনি। সাংবাদিকদের মারধরের অভিযোগে একবার গ্রেফতার করা হয়েছিল অরিজিৎকে। এই ঘটনা ২০১৩ সালের। গায়কের ডিভোর্স মামলার শুনানির সময় বহরমপুর আদালতে এক চিত্রসাংবাদিককে হেলমেট দিয়ে মারেন তিনি। এর জেরে বহরমপুর পুলিশ তাকে গ্রেফতার ও করেন, পরে জামিনা মুক্তি পান তিনি।

এছাড়াও মাত্র ১ বছরের ব্যবধানে দ্বিতীয় বিয়ে সেরেছিলেন অরিজিৎ। তার প্রথম স্ত্রী সম্পর্কে বিশেষ কিছু জানা যায়না। সবচেয়ে বড় যে বিষয়টা নিয়ে তাকে নিয়ে চর্চার শেষ হয়নি, তা হল সলমনের সাথে শত্রুতা৷ অরিজিৎ বলেছিলেন যে সালমান জোর করে তার সিনেমা থেকে অরিজিৎ এর গান সরিয়ে দিয়েছিলেন। এই কারণে, সালমান অরিজিৎকে উপর রুষ্ট হন, পাশাপাশি অরিজিৎ থেকে অনেক সিনেমা ছিনিয়ে নিয়েছিলেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥