• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ঝিমুনি মার্কা গান, শুনলে ঘুম পেয়ে যায়’! মঞ্চে অরিজিৎ সিংয়ের প্রতি মন্তব্য করেছিলেন সালমান

Published on:

Salman Khan Arijit Singh

বলিউডের বিখ্যাত অভিনেতা সালমান খান (Salman Khan)। অবশ্য সালমানের একটা নাম দিয়েছি ভাইজান নামে বিখ্যাত তিনি। বলিউডে নারায়ণগঞ্জ থেকে বিতর্ক সবের মধ্যেই দেখতে পাওয়া যায় সালমান খানকে। একাধিক অভিনেত্রীর সাথে সম্পর্ক থেকে শুরু করে নিজের মেজাজের কারণে মাঝে মধ্যেই শিরোনামে উঠে আসতে দেখা যায় সালমানকে। মাঝে মধ্যেই তিনি এমন কিছু মন্তব্য করে বসেন যে কারণে শিরোনামে দেখা যায় তাকে।

বিখ্যাত গায়ক অরিজিৎ সিংকে (Arijit Singh) নিয়ে একবার অদ্ভুত মন্তব্য করেছিলেন সালমান খান। যে কারণে সে সময় শিরোনামে উঠে এসেছিলেন তিনি। অরিজিৎ নামটা শুনলেই মনের মধ্যে কখনো ‘তুম হি হো তো’ কখনো খৈরীয়াত গানটি বেজে ওঠে। অরিজিৎ সিং যে শুধুই ভালো গান করেন তা কিন্তু নয়, বহু প্রেমিক প্রেমিকার আবেগের বহিঃপ্রকাশ হয় তার গানের মধ্যে দিয়েই।

Salman Khan Bigg Boss

তাছাড়া অরিজিৎ সিংয়ের মধ্যে সবচাইতে ভালো যে গুণটি রয়েছে সেটি হল একেবারেই মাটির মানুষ তিনি। কোনো এলাহী ব্যাপার বা ঠাট বাট নয় বরং একেবারেই সাধাসিধে থাকতে পছন্দ করেন তিনি। আর পাঁচটা সেলেব্রিটির মত বডিগার্ড বা সিকিউরিটি নয় বরং রাস্তায় সাধারণ মানুষের মতোই হেটে বেড়াতে দেখতে পাওয়া যাবে তাকে। একজন ভালো গায়ক হবার পাশাপাশি ভালো মনের মানুষ অরিজিৎ সিং।

arijit singh

কিন্তু এই অরিজিৎ সিং এর গান নাকি ঝিমুনি মার্কা বলেছিলেন সালমান খান। তার মতে, অরিজিৎ সিংয়ের গান শুনলেই কেমন যেন ঘুম পায়। নিজের গান দিয়ে যে অরিজিৎ সিং লক্ষ কোটি হৃদয় জয় করেছেন। আর নিজের গানের জন্য ইতিমধ্যেই নানান পুরস্কার পেয়েছেন তিনি। একবার ফিল্ম ফেয়ারের মঞ্চে অরিজিৎ সিংকে সম্মানিত করার সময় হোস্ট ছিলেন সালমান খান। সেই সময় অরিজিৎ সিংকে মঞ্চে ডাকা হলে, ধীরে সুস্থে হাজির হন গায়ক।

Salman Khan Arijit Singh

সত্যি বলতে মঞ্চে আস্তে খানিক দেরি হয়েছিল অরিজিৎ সিংয়ের। সেই কারণে সালমান খান তাকে প্রশ্ন করেন এতো দেরি কেন? যার উত্তরে অরিজিৎ সিং সালমানকে বলেন আপনার সঞ্চালনায় সকলে ঘুমিয়ে পড়ছে। এই কথা শুনেই তৎক্ষণাৎ অরিজিৎ সিংকে মন্তব্য করেন সালমান খান। তিনি বলেন অরিজিৎ এমন গান করেন যা শুনলে মানুষ ঘুমিয়ে পড়তে বাধ্য। যদিও এর উত্তরে কোনো জবাবই দেননি অরিজিৎ সিং। আসলে বরাবরই বিতর্ক এড়িয়ে শান্ত থাকতেই পছন্দ করেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥