• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাফল্য আকাশ ছুঁলেও নেই অহঙ্কার! রেলস্টেশনে অতিসাধারণ পোশাকে ফ্রেমবন্দি গায়ক অরিজিৎ সিং

Published on:

Arijit Singh

স্বভাবে খুবই শান্ত এবং ধীরস্থির বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit singh)। একাধিক প্রেমের গান গাইলেও তার নিজের প্রেম-কাহিনিতে ছিল অসংখ্য টানাপোড়েন। তাই তার ব্যক্তিগত জীবন বরাবরই প্রচার বিমুখ রাখতে পছন্দ করেন গায়ক। প্রেম থেকে বিচ্ছেদ সবেরই সাক্ষী থেকেছেন তিনি। শুধু ব্যক্তিগত জীবন নয় সোশ্যাল মিডিয়া থেকেও বেশ সরে সরেই থাকেন গায়ক।

তার গানে বুঁদ হয়ে থাকা শ্রোতাদের কাছে অরিজিৎ সিং মানে কেবলমাত্র একটি কন্ঠই। বারংবার তার গানে চোখ বুজে হারিয়ে গিয়েছেন বহু মানুষ। ২০০৫ সালে ফেম গুরুকুল নামের একটি রিয়েলিটি শো দিয়েই তার প্রথম বলিউডে অভিষেক। তবে সেখানে জনপ্রিয়তার বিন্দুমাত্র পাননি তিনি, হতে পারেননি বিজয়ী-ও৷ আশিকী-২ (Aashiqui-2) ছবিতে ‘তুম হি হো’ গেয়েই বিপুল জনপ্রিয়তা পান অভিজিৎ। এরপর বলিউড থেকে টলিউড লাগাতার অসংখ্য হিট গান উপহার দিয়েছেন গায়ক।

Arijit Singh

তবে জীবনে এতো সাফল্য পেয়েও একেবারে মাটির মানুষ অরিজিৎ সিং। বলিউডের টপ গায়কদের মধ্যে অন্যতম হলেও জিয়াগঞ্জের অতিসাধারণ ছেলেই রয়ে গিয়েছেন তিনি। মাঝে মধ্যেই আর পাঁচটা সাধারণ মানুষের মত ক্যামেরাবন্দি হতে দেখা গিয়েছে তাকে। কখনো মুখে গামছা বেঁধে বাজারে তো কখনো বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছেন গায়ক।

কাজের সূত্রে অরিজিৎ মুম্বাইতে থাকেন। তবে বর্তমানে করোনা পরিস্থিতিতে নিজের বাড়িতে ফিরে এসেছিলেন। সম্প্রতি ফের সাধারণ মানুষের ভিড়ে ক্যামেরা বন্দি হলেন গায়ক অরিজিৎ সিং। একেবারে সাদামাটা পোশাক, নীল রঙের একটা গেঞ্জি, কানে হেডফোন আর মাথায় সাদা টুপি দিয়ে রেল স্টেশনে দেখা গেল তাকে। তার ছবিটি সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে।

Arijit Singh

প্রসঙ্গত, কিছুদিন আগেই অরিজিৎ সিংয়ের মা অসুস্থ হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন। মায়ের রক্তের জন্য সোশ্যাল মিডিয়াতে সাহায্য চিয়েছিলেন তিনি। তার সেই সাহায্যের বার্তা শেয়ার করেছিলেন শ্রীলেখা ও সৃজিত যা মুহূর্তে ভাইরাল হয় পড়ে। কিন্তু শুধু মাত্র তার নামের জন্য অতিরিক্ত সাহায্য করতে বারণ করেন তিনি। সাথে জানান মায়ের জন্য প্রয়োজনীয় রক্ত পাওয়া গিয়েছে। সেলেব্রিটি হয়েও অরিজিতের এই সাদামাটা স্বভাবের দারুন প্রশংসা করেছে নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥