• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোনি চ্যানেলকে একা লুঠছে কপিল! অন ক্যামেরা তাকে ‘ডাকাত’ বলে ডাকলেন অর্চনা পূরণ সিং

ভারতীয় টেলিভিশন জগতে কমেডি শো হল ‘দ্য কপিল শর্মা শো’ (The Kapil Sharma Show)-এর জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। প্রতি সপ্তাহের শেষেই টিভির পর্দায় একের পর এক দমফাটা হাসির এপিসোড নিয়ে হাজির হন কমেডি কিং কপিল শর্মা (Kapil Sharma)। কপিলের এই মঞ্চেই দর্শকদের মনোরঞ্জন করতে আসেন নামি দামি সব সেলিব্রেটিরা।

সম্প্রতি, ‘দ্য কপিল শর্মা শো’-এর ‘নাদিয়াদওয়ালা স্পেশ্যাল’ পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বলিপাড়ার খ্যাতনামা প্রযোজক নাদিয়াদওয়ালা অ্যান্ড গ্র্যান্ডসনস’ সংস্থার অন্যতম বলি-তারকারা। সেই অতিথির তালিকায় হাজির ছিলেন সস্ত্রীক সাজিদ নাদিয়াদওয়ালা সহ কৃতি শ্যানন, টাইগার শ্রফ, আহান শেট্টির সহ বলিউডের একঝাঁক জনপ্রিয় মুখ।

   

দ্য কপিল শর্মা শো,The Kapil Sharma Show,Archana Puran Singh,অর্চনা পূরণ সিং,Dacoit,ডাকাত
উল্লেখ্য এমনিতেই কানাঘুষো শোনা যায় এই শো থেকে বেশ মোটা অঙ্কের টাকা পারিশ্রমিক পান কপিল। শোনা যায়, সেই টাকার অঙ্কের পরিমাণ নাকি এতটাই বেশি যা টেক্কা দিতে পারে বলিউড অভিনেতা-অভিনেত্রীদেরও! তাই অনেকেই মজার ছলে কপিলের পারিশ্রমিক নিয়ে নিয়ে মজা করে থাকেন।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই পর্বেরই একটি বিহাইন্ড দ্য সিনস ভিডিয়ো ভাইরাল হয়েছে।

দ্য কপিল শর্মা শো,The Kapil Sharma Show,Archana Puran Singh,অর্চনা পূরণ সিং,Dacoit,ডাকাত

সেই ভিডিওতে দেখা যাচ্ছে কপিল প্রযোজক নাদিয়াদওয়ালার সাথে কথায় কথায় বলছেন, ‘ছোটবেলায় আমরা সবাই বিভিন্ন রকমের জিনিসপত্র দেখে আপন খেয়ালে হারিয়ে যেতাম। যেমন ধরুন, ছোটবেলায় ‘শোলে’ দেখে ইচ্ছে হয়েছিল বড় হয়ে আমিও ডাকাত হব!’কপিলের মুখের কথা শেষ হতে না হতেই উপস্থিত অর্চনা পূরণ সিং বলে ওঠেন, ‘ডাকু-ই তো হয়েছিস তুই। সোনি চ্যানেলকে যেভাবে লুঠছিস তাতে ডাকাত ছাড়া তোকে আর কী বলব?’

একথা শুনে সকলের মতোই হাসি চেপে রাখতে পারেননি কপিলও। হাসতে হাসতেই অর্চনাকে কপিল পাল্টা বলে ওঠেন, ‘ওহ, আমি একই বুঝি সোনি-কে লুঠছি? আপনি তো এখানে শুধু লাঞ্চ করতে আসেন?’ কপিলের মুখে এহেন কথা শুনে হেসে গড়িয়ে পড়েন অর্চনা সহ সমস্ত অতিথিরা। দমফাটা হাসিতে ফেটে পড়েন শো-তে উপস্থিত দর্শকদেরও।