• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোট্ট এই শিশুই এখন বলিউডের নামী অভিনেত্রী, তাঁর মিষ্টি হাসিতেই মন গলে যায়, চিনতে পারছেন?

Published on:

Archana Puran Singh’s childhood pictures goes viral

ইন্টারনেটের এই দুনিয়ায় প্রিয় তারকারা এখন অনুরাগীদের হাতের নাগালে চলে এসেছেন। মাঝেমধ্যেই তাঁদের নানান ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। তারকাদের ছেলেবেলার (Childhood pictures) নানান ছবিও মাঝেমধ্যেই নেটদুনিয়ায় দেখতে পাই আমরা। সম্প্রতি যেমন দক্ষিণী সুপারস্টার প্রভাসের ছেলেবেলার ছবি ভাইরাল হয়েছিল। এবার আবার বলিউডের এক নামী অভিনেত্রীর (Bollywood actress) ছোট্টবেলার ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি নেটদুনিয়ায় বলিপাড়ার যে নায়িকার ছবি ভাইরাল হয়েছে তাঁকে একডাকেই অনুরাগীরা চেনেন। আলাদা করে তাঁর আর কোনও পরিচয়ের প্রয়োজন পড়ে না। তাঁর মিষ্টি হাসিতেই মন গলে দর্শকদের। তবে ছেলেবেলার ছবি দেখে সত্যিই সেই নায়িকাকে চেনা বেশ মুশকিল। আপনি দেখুন তো চিনতে পারছেন?

Archana Puran Singh childhood picture

যদি উত্তরটি হ্যাঁ হয়, তাহলে অনেক শুভেচ্ছা রইল। আর যদি চিনতে না পেরে থাকেন, তাহলে বং ট্রেন্ডের পাতায় সেই বলি নায়িকার পরিচয় দেওয়া হল। এইমাত্র যে মিষ্টি শিশুর ছবি দেখলেন, তিনি আর কেউ নন বরং গত চার দশক ধরে বলিউডে রাজত্ব করা অভিনেত্রী অর্চনা পূরণ সিং (Archana Puran Singh)।

Archana Puran Singh

হ্যাঁ, ঠিকই দেখছেন। মিষ্টি দেখতে এই শিশু হলেন ‘দ্য কপিল শর্মা’ শো খ্যাত অর্চনা। নিজের হাসির জন্য দর্শকদের মধ্যে এমতিতেই তিনি বেশ সুপরিচিত। তাঁর সেই মিষ্টি হাসির জন্যই ‘দ্য কপিল শর্মা’ শোয়ের নির্মাতারা তাঁকে কয়েক কোটি টাকা পারিশ্রমিক দেন।

জানিয়ে রাখি, অর্চনার বর্তমান বয়স ৫৯ বছর। মাত্র ১৯ বছর বয়সে অভিনয় জগতে পা রেখেছেন তিনি। বলিউডের ইতিহাসের বহু সুপারহিট চরিত্রে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে পার করে ফেলেছেন ৪০ বছর।

Archana Puran Singh

নিজের চার দশক দীর্ঘ কেরিতারে বহু নামী নায়কের সঙ্গে কাজ করেছেন অর্চনা। আদিত্য পাঞ্চোলি থেকে শুরু করে নাসিরুদ্দিন শাহ হয়ে হালফিলের অক্ষয় কুমার, স্ক্রিন শেয়ার করেছেন এমন নামী অভিনেতাদের সঙ্গে। তাঁর ঝুলিতে রয়েছে ‘জলবা’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘দে দনা দন’, ‘কিক’, ‘হাউসফুল ৪’এর মতো সিনেমা। এছাড়াও কমেডি বিষয়ক বহু রিয়্যালিটি শোয়েও বিচারকের আসনে দেখা গিয়েছে অর্চনাকে। ‘দ্য কপিল শর্মা শো’ ছাড়াও ‘কমেডি সার্কাস’এও বিচারকের আসনে দেখা গিয়েছিল তাঁকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥