• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৭ বছরের ছোট ছেলের কারণে অন্তঃস্বত্তা হন অর্চনা! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Published on:

মাত্র ১০ সেকেন্ডের রোলে অভিনয় করে কেরিয়ার শুরু করেন টেলি-মেগার লাফটার ক্যুইন অর্চনা পূরণ সিং। তারপর নিজের প্রতিভার জোরেই বলিউডে নিজের জায়গা পাকা করে নেন অভিনেত্রী। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘নিকাহ’ সিনেমায় একজন সেলসগার্লের ভূমিকায় ১০ সেকেন্ডের জন্য দেখা গিয়েছিল তাকে।

অর্চনার কেরিয়ারের শুরুর দিকটা মোটেই সহজ ছিল না। তার জীবনের প্রথম ছবি ‘জালবা’, সেখানে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ। প্রথম দিকে বেশ কয়েকটি ছবি করলেও জনপ্রিয়তা পাননি অর্চনা। সাহসী দৃশ্যে বি বা সি গ্রেডের সিনেমাতেই বেশি অভিনয় করতেন তিনি।

অর্চনার ব্যক্তিগত জীবনেও রয়েছে অসংখ্য টানাপোড়েন। তার প্রথম বিয়ে সুখের হয়নি। তারপর থেকে তার পুরুষদের উপর বিশ্বাসই উঠে গিয়েছিল। এরপর তার জীবনে আসেন তার থেকে ৭ বছরের ছোট পরমীত শেঠি।

প্রথমে পরমীতের প্রস্তাবে রাজি হননি অর্চনা, তাকে হ্যাঁ বলতে অনেকটাই সময় নিয়েছিলেন অভিনেত্রী।তারপর বেশ কিছু বছর লিভ-ইন করতেন তারা। একসময় পেজ-থ্রির অন্যতম আকর্ষণ ছিল তাদের সম্পর্ক।

এদিকে ডিভোর্সি বোল্ড অভিনেত্রী, সাথে ছেলের থেকে ৭ বছরের বড় হওয়ায় এই সম্পর্কে মত ছিলনা পরমীতের পরিবারের। কিন্তু তা সত্ত্বেও প্রেমিকার হাত ছেড়ে চলে যাননি তিনি। কাজ পাওয়ার সাথে সাথে অর্চনার সাথে গাঁটছড়াও বেঁধে ফেলেন তিনি। তারপর অন্তঃসত্ত্বা হন অর্চনা, এবং সেই অবস্থাতেই করেন অসংখ্য ছবিও। অর্চনা এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পরমীত এবং তাঁর ব্যক্তিত্ব একেবারেই আলাদা। তবুও তাঁরা একে অপরের প্রেমে পড়েন।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥