বাংলার সিরিয়াল প্রেমীদের কাছে দারুন জনপ্রিয় একটি সিরিয়াল হল অপরাজিতা অপু (Aparajita Apu)। এই তালিকায় রয়েছে জি বাংলায় সদ্য শুরু হওয়া নতুন সিরিয়াল ‘উমা’ও। এই দুই সিরিয়ালের নায়িকা সুস্মিতা এবং সিঞ্জিনী দুজনেই অভিনয় জগতে একেবারেই নতুন। তবে নিজেদের অভিনয় দক্ষতার জোরে মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই এই দুই মন জয় করে নিয়েছেন দর্শকদের।
অপরাজিতা অপু অভিনেত্রী সুস্মিতা দে এবং উমা অভিনেত্রী সিঞ্জিনী চক্রবর্তী দুজনেই সোশ্যাল মিডিয়ায় দারুন জনপ্রিয়। দুই অভিনেত্রীরই সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে নজরকাড়া ফ্যান ফলোয়িং। নিজেদের ব্যস্ত সিডিউলের মধ্যেও অনুরাগীদের জন্য মাঝে মধ্যেই নানা ছবি থেকে রিল ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায় দুই অভিনেত্রীকে।
বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে একটি গান ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে। সকাল থেকে রাত সর্বত্র সোশ্যাল মিডিয়াতে একটাই গান বেজে চলেছে। কি গান? সেটা হল,ব্লকবাস্টার হিট ‘পুষ্পা’ সিনেমার জনপ্রিয় গান ‘আন্তাভা’। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি সকলেই এই গানের নেশায় একেবারে বুঁদ হয়ে রয়েছেন।
আর এবার এই গানের তালে কোমর দোলালেন বাংলা টেলিভিশন জগতের দুই লক্ষ্মীমন্ত বৌমা অপু এবং উমা। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই গানে কোমর দুলিয়ে দক্ষিণী অভিনেত্রী সামান্থার বেশ কয়েকটি সিগনেচার স্টেপ করতে দেখা গেল এই দুই জনপ্রিয় অভিনেত্রীকেই।
সুস্মিতা এদিন এই রিল ভিডিও টি ইনস্টাগ্রামে শেয়ার করে সিঞ্জিনীকে ট্যাগ করেছেন। সেইসাথে হ্যাশ ট্যাগ দিয়ে পুষ্পা এবং ট্রেন্ডিংয়ের মতো বেশ কিছু শব্দ জুড়ে দিয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে অপুআর উমা দুজনেই শাড়ি পরেই গানের তালে নেচে উঠেছেন। সেইসাথে লিপসিং করতেও দেখা গেল দুই মিষ্টি নায়িকাকে।
View this post on Instagram