বলিউডের প্রথম সারির নায়কদের মধ্যে সবার আগে যার নাম আসে তিনি হলেন অক্ষয়কুমার। ফিটনেস, ব্যক্তিত্ব, চ্যালেঞ্জিং অভিনয়ের দক্ষতা দিয়েই বলিউডে এখনও রাজ করে চলেছেন অভিনেতা। ৫৩-র কোঠায় বয়স হলেও গ্ল্যামারের দিক দিয়ে কোনোও তরুণ অভিনেতার থেকেই কম যান না অক্ষয়। তাঁর জীবনের এই শৃঙ্খলা এবং নিয়মের জেরেই ফোর্বসের সবচেয়ে বেশি উপার্জন করা ১০ জন তারকাদের তালিকায় চার নম্বরে উঠে এসেছে অভিনেতার নাম। আর সব অভিনেতাদের থেকে বরাবরই বেশি অক্ষয়য়ের দর। জানা যাচ্ছে, তাঁর আসন্ন ছবি আটরঙ্গি রায়ের জন্য ১২০ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হবে তাকে।
সিনেমা বাদেও আরও ৬ জায়গা থেকে মোটা অঙ্কের টাকা উপার্জন করেন অভিনেতা। দেখে নিন বিশদে।
হরি ওম এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউস- অক্ষয় কুমার ২০০৮ সালে তার পিতা অরুণা এবং স্ত্রী টুইঙ্কল খান্নার সঙ্গে সম্মিলিত ভাবে ‘হরিওম প্রোডাকশনস’ চালু করেন। এই প্রোডাকশন হাউসে, তিনি ‘সিং ইজ কিং’, ‘হলিডে: এ সোলজার নেভার অফ ডিউটি’, ‘এয়ারলিফ্ট’, ‘রুস্তম’ এবং ‘প্যাডম্যান’ এর মতো ১৫ টিরও বেশি ছবিতে অভিনয় ও প্রযোজনা করেছেন।
গেজিং গোট পিকচারস প্রোডাকশন হাউস – এটি একটি ফিল্ম এবং টেলিভিশন প্রোডাকশন সংস্থা। ২০১১ সালে অশ্বিনী ইয়ার্ডির সঙ্গে যৌথ উদ্যোগে এটি চালু করেন তিনি। এই সংস্থার প্রথম ছবি ‘ওএমজি’ – ওহ মাই গড!’ এখন পর্যন্ত এটি ৫ টি সিনেমা এবং একটি টিভি সিরিয়ালের কাজ হয়েছে এই সংস্থার হাত ধরে। সিরিয়ালটির নাম ‘জামাই রাজা’।
খালসা ওয়ারিয়র্স (ওয়ার্ল্ড কাবাডি লিগ) –অক্ষয় কুমার তার স্বাস্থ্যের বিষয়ে অত্যন্ত সতর্ক, সে কারণেই তিনি ভারতে খেলাধুলাকেও বেশ গুরুত্ব দেন। খালসা ওয়ারিয়র্স নামক এই কাবাডি ক্রীড়া দলেরও মালিক তিনি।
সেরা ডিল টিভি – সেরা ডিল টিভি হল হিন্দি ২৪×৭ একটি হোম শপিং টেলিভিশন চ্যানেল। এর মালিকানার দায়িত্বে রয়েছেনঅক্ষয় কুমার এবং রাজ কুন্দ্রা। চ্যানেলটি ২০১৫ সালের মার্চ মাসে চালু হয়েছিল, ফ্রি টু এয়ার সহ সমস্ত বড় কেবল এবং ডিটিএইচ প্ল্যাটফর্মে এই চ্যানেলটি উপলব্ধ।
FAU-G গেম- দেশে জনপ্রিয় মোবাইল গেম জনপ্রিয় মোবাইল গেম PUBG ব্যান হয়ে যাওয়ার পর তার বিকল্প হিসেবে FAU-G গেম নিয়ে আসেন অক্ষয় কুমার।
ওম্যানস সেল্ফ ডিফেন্স – অভিনয়ের পাশাপাশি অক্ষয় কুমার মার্শাল আর্টেও বিশেষ পারদর্শী । ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট অক্ষয় মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণার্থীদের জন্য মুম্বাইয়ে ওম্যানস সেল্ফ ডিফেন্স (ডাব্লুএসডিসি) নামক একটি পরিচালনা করেন। এই সংগঠনটি যে কোনও বয়সের মহিলাদের বিনামূল্যে স্ব-প্রতিরক্ষা প্রশিক্ষণ দেয়।