আজকের দিনে দর্শকদের কাছে অবসর সময়ে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সিরিয়াল। আর দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল জি বাংলার (Zee Bangla) ‘অপরাজিতা অপু (Aparajita Apu)’। এই সিরিয়ালের নায়িকা অপুর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিতা দে।
নিজের অভিনয় গুণে শুরুতেই দর্শকদের মন জয় করে নিয়েছেন এই মিষ্টি নায়িকা। প্রশংসার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই ট্রোলের মুখেও পড়েন সিরিয়ালের অপু বিডিও। কথায় আছে গল্পের গরু গাছে ওঠে,সিরিয়ালেও তাই। চিত্রনাট্যকারের কলমের এক আঁচড়ে অবাস্তব ঘটনা ঘটা নতুন বিষয় নয়। তাই অপুর বিডিও হওয়ার পদ্ধতি থেকে শুরু করে নানা অবাস্তব ঘটনা সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের অন্ত নেই।
ইতিমধ্যেই এই সিরিয়ালে দেখানো হয়েছে অপু বিডিও একাধিক প্রমাণ জোগাড় করে নিজের স্বামী দীপুকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত করে বাড়ি নিয়ে এসেছে। অন্যদিকে নিজের জামাইবাবুর বিরুদ্ধে থাকা সমস্ত প্রমাণ পুলিশের হাতে তুলে দিয়ে সত্যিটা সবার সামনে নিয়ে আসে সে। এই ঘটনার পর থেকে অপুর নিজের দিদিই ভুল বুঝতে শুরু করেছে তাকে। এসবের মধ্যেই সিরিয়ালে এসেছে নতুন টুইস্ট।
জেলের মধ্যে বসে প্রচন্ড শ্বাসকষ্টের নাটক করতে শুরু করে অপুর জামাইবাবু দ্বৈপায়ন। আর বাইরে বেরিয়েই ইচ্ছা করে জেলের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় সে। অন্যদিকে থানা থেকে বাড়িতে ফোন আসে মৃত্যু হয়েছে দৈপায়নের। কিন্তু আসলে মৃত্যু হয় জেলে বন্দী চোরের। এসবের মধ্যেই দেখা যায় রাতের অন্ধকারে বাড়ি গিয়ে নিজের ঘর থেকে সোনার গয়না চুরি করতে যায় দ্বৈপায়ন।
সেসময় তার গায়ের পারফিউমের গন্ধ পায় অপু আর দীপু। তাই তাদের বিশ্বাস দ্বৈপায়ন জীবিত এবং গোটা ঘটনাটাই সাজানো। নিজেকে বাঁচাতেই সে এমন অপরাধ করেছে। তাই বাড়িতে দ্বৈপায়নের শেষকৃত্য করতে বাধা দেয় অপু, দীপু। এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোলিং। জেল থেকে ছাড়া পেয়ে চুরি করতে আসা দ্বৈপায়নের পারফিউম লাগিয়ে যাওয়ার ঘটনা যে আদৌও বিশ্বাস যোগ্য নয় তা নিয়েই শুরু হয়েছে ব্যাপক হাসি ঠাট্টা।