• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পর আপনি আজ্ঞে থেকে তুমি তে আসার চেষ্টা! দিপুর মুখে হানিমুনের নামেই হেঁচকি অপুর

Updated on:

Aparajita Apu Honeymoon,Aparajita Apu,Bengali Serial,অপরাজিতা অপু,বাংলা সিরিয়াল,হানিমুন,Honeymoon

জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় সিরিয়াল অপরাজিতা অপু (Aparajita Apu)। এই সিরিয়ালের নায়িকা অপুর চরিত্রে রয়েছেন নবাগতা সুস্মিতা দে (Sushmita Dey)। তাঁর বীপরীতে নায়ক দিপুর চরিত্রে অভিনয় করছেন রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharya)। দুষ্টু মিষ্টি নায়িকার চরিত্রে অপু অর্থাৎ সুস্মিতার অভিনয় অল্পদিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। তাই টিআরপি রেটিং এর দিক দিয়ে এই ধারাবাহিকটির অবস্থান উপরের দিকেই রয়েছে৷

ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গেছে নানান ঝামেলা অশান্তি পেরিয়ে চাকরি না করার শর্ত মেনে একেবারে নাটকীয়ভাবে নায়িকা অপু বিয়ে করেছে দিদির দেওর দীপু বাবুকে। যা প্রথমদিকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী নায়কের মা অবলাদেবী। বাইরে থেকে ভীষণ কড়া তিনি, গোটা সংসার কে তিনি একাই সামলান কড়া অনুশাসনে।

Aparajita Apu Honeymoon,Aparajita Apu,Bengali Serial,অপরাজিতা অপু,বাংলা সিরিয়াল,হানিমুন,Honeymoon

সিরিয়ালের প্লট অনুযায়ী, অপরাজিতা অপু আর দীপু একে অপরকে আপনি আজ্ঞে করে ডাকেন। তা বাড়ির লোকেদের নজর এড়িয়ে যায়নি। তাই দীপু আর অপুকে বলা হয়েছে তারা যেন একে অপরকে এবার থেকে তুমি করে ডাকে। কিন্তু ব্যাপারটায় কিছু তেই সহজ হতে পারছেন না অপু।

Aparajita Apu Honeymoon,Aparajita Apu,Bengali Serial,অপরাজিতা অপু,বাংলা সিরিয়াল,হানিমুন,Honeymoon

এদিকে অপুকে তুমি রকমের ডাকার কথা বোঝাতে গিয়ে নাজেহাল অবস্থা দিপুবাবুর। শেষ পর্যন্ত তাকে এই বলে দীপু বাবু রাজি করায় যে তারা যদি একে অপরকে তুমি না ডাকে তাহলে বাড়ির সবাই এই আন্দোলন চালিয়ে যাবে আর তাদের সামনে সবাই ইচ্ছা করে একে অপরকে আপনি বলে ডাকাডাকি করবে। তাই তাদের এই বিষয়টা নিয়ে ভাবা উচিত।

অপুকে তুমি বলার কথা বোঝাতে গিয়ে বারবার কথা আটকে আটকে যাচ্ছিল দিপুর।কথা বলতে বলতে একসময় মনের সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ করে হানিমুনের কথাও বলে ফেলে সে। কিন্তু হানিমুনের নাম শুনতেই হেঁচকি তুলতে শুরু করেন অপু। তাই ফের মনের বাসনা মনে চেপে শুধরে দিয়ে দিপু বলে আসলে সে ঘুরতে যাওয়ার কথা বলছিলো।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥