• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মরার পর বেঁচে উঠেও ‘চপ শিল্পের’ কাছে হেরে গেল,’উড়ন তুবড়ি’কে জায়গা দিতে শেষ হচ্ছে অপরাজিতা অপু

ঠিক যেমনটা ভয় ছিল তেমনটাই হল! ‘উড়ন তুবড়ি’ এর ঝড়ে শেষ মেশ উড়েই গেল অপরাজিতা অপু। ভাবছেন কি হল ব্যাপারটা? তাহলে বলি,  নতুন সিরিয়ালকে জায়গা করে দিতে বন্ধ হয়ে যাচ্ছে অপরাজিতা অপু সিরিয়ালটি। খবরটি প্রকাশ্যে আসার পর মন খারাপ হয়ে গিয়েছে অপু ফ্যানদের।

আসলে বিগত কয়েক মাসে একাধিক নতুন সিরিয়াল চালু হয়েছে। যেসমস্ত সিরিয়ালের টিআরপি কমে গিয়েছে তাদের সরিয়ে আনা হয়েছে নতুন সিরিয়াল। এর জেরে কিছু সিরিয়ালের টাইম স্লট বদলে গিয়েছে, তো কিছু সিরিয়াল বন্ধই হয়ে গিয়েছে। এবার মা ও তিন মেয়ের কাহিনী নিয়ে আসতে চলেছে নতুন সিরিয়াল ‘উড়ন তুবড়ি’। তাকে জায়গা করে দিতে গিয়েই বন্ধ হয়ে যাচ্ছে অপরাজিতা অপু সিরিয়ালটি।

   

Uron Tubri,Aparajita Apu,উড়ন তুবড়ি,অপরাজিতা অপু,বাংলা সিরিয়াল,New Bengali Serial,Serial News,TRP,Target Rating Point

নতুন সিরিয়ালের প্রমো শেয়ার হবার পর থেকেই দর্শকের মধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। কোন সিরিয়ালের ঘাড়ে কপি পড়তে চলেছে। অনেকেই অপরাজিতা অপু সিরিয়ালের দিকেই ইশারা করেছিলেন। কারণ একসময় টিআরপি লিস্টে প্রথম দশের মধ্যে  ৩-৫ এর মধ্যে থাকলেও ইদানিং টিআরপি একেবারে তলানিতে পৌঁছেছে। বিগত সপ্তাহে সেরা দশেও দেখা মেলেনি।

Uron Tubri,Aparajita Apu,উড়ন তুবড়ি,অপরাজিতা অপু,বাংলা সিরিয়াল,New Bengali Serial,Serial News,TRP,Target Rating Point

তাই শেষমেশ বড়সড় সিদ্ধান্ত নেওয়া হল চ্যানেল কর্তৃপক্ষের তরফে। বন্ধই করা দেওয়া হচ্ছে অপরাজিতা অপু সিরিয়ালের সম্প্রচার। যেমনটা জানা যাচ্ছে আগামী ২৫শে মার্চ হবে সিরিয়ালের শেষ শুটিং। আর শেষ সম্প্রচার হবে ২৬শে মার্চ। এরপর ২৫শে মার্চ থেকে অপরাজিতা অপু সিরিয়ালের বদলে দেখা মিলবে ‘উড়ন তুবড়ি’ সিরিয়ালের।

সিরিয়ালে কিছুদিন আগেই অপু মারা গিয়েছে এমনটা দেখানো হয়েছিল। কিন্তু আসলে অপু মারা যায়নি, বরং মিস গোমসের ছদ্দবেশে বাড়িতেই এসেছে সে। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। টিআরপি কমে যাওয়ায় এখানেই যাত্রা শেষ হতে চলেছে সিরিয়ালের। অবশ্য আরও দুটি সিরিয়াল রয়েছে যেগুলোর টিআরপি রিপোর্ট খারাপ দিকে গিয়েছিল। তবে শেষের দিকে রিপোর্ট ভালো হয়ে যাওয়ায় বেঁচে গিয়েছে যাত্রায়।