• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মারা গেল অপু বিডিও! সানির কাছে সত্যিই হেরে গেল, নাকি ফিরবে নতুন রূপে, চিন্তায় দর্শক

Published on:

Aprajita Apu Serial Apu Death

সিরিয়িলপ্রেমী দর্শকদের অবসর সময়ে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সিরিয়াল। আর তাই দিনে দিনে দর্শকমহলে বিপুল চাহিদা বাড়ছে বাংলা সিরিয়ালের। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল জি বাংলার (Zee Bangla) ‘অপরাজিতা অপু (Aparajita Apu)’। এই সিরিয়ালের নায়িকা অপুর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিতা দে।

কিছুদিন আগেই নতুন চরিত্র সানির আগমনের পর থেকেই সিরিয়ালে একের পর এক এসেছে নতুন চমক। ইতিমধ্যেই অপু জেনে গিয়েছে এই সানিই আসলে অপরাধ জগতের পরিচিত নাম রুবিনা মালিক। নিষিদ্ধ মাদক দ্রব্যের কারবার তার। কিন্তু তার হাতের তিল টা যে সম্পূর্ণ আই ওয়াশ ছিল তা ধরতে পারেনি অপু। জানা যায় রুবিনা মালিকের হাতে যে তিল ছিল সেটা আসলে ছিল তার ছদ্মবেশের অংশ।

অপরাজিতা অপু,Aparajita Apu,অপুর মৃত্যু,Apus Death,সানি,Sani,দীপু,Dipu

তাই অপু সানির হাতে যে তিল দেখেছিল সেটাও নকল ছিল। এরমধ্যে অপু সবাইকে জানায় সানি তার জন্মদিন পালনের নাম পায়েশে বিষ মিশিয়ে খাইয়েছে তাকে। আর তখনই অপুর কথা ভুল প্রমাণ করতে বাটি থেকে পায়েশ খেয়ে সানি সবার সামনে অপু ভুল প্রমাণ করে। আর সানি দাবি করে অপুই আসলে রুবিনা মালিকৃ

অপরাজিতা অপু,Aparajita Apu,অপুর মৃত্যু,Apus Death,সানি,Sani,দীপু,Dipu

এরপর অপু অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যায় দীপু। অন্যদিকে পুলিশ জানিয়ে দেয় হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মাত্রই অপুকে গ্রেফতার করবে তারা। এরইমধ্যে সন্ন্যাসীনি বেশে বাড়িতে এসে হাজির হয় আন্টি ২। অপুর কথা শুনে কুমিরের কান্না কাঁদতে শুরু করে সে। অন্যদিকে হাসপাতালের মর্গে অপুর মৃতদেহ দেখে ভেঙে পড়ে দীপু।

প্রসঙ্গত যারা নিয়মিত সিরিয়াল দেখে অভ্যস্ত তারা সকলেই জানেন সিরিয়ালের নায়িকাদের আকছার মৃত্যু হয়ে থাকে। আবার পরে তারা ফিরেও আসেন নতুন রূপে, নতুন সংকল্প নিয়ে। তাই দর্শকদের মধ্যে একাংশের দাবি, অপু এত সহজে মরবে না। মরে যাওয়ার নাটক করে সবার আড়ালে থেকে সানির বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে আবার ওই বাড়িতেই ফিরে আসবে অপু। তাই এখন দেখার আগামীদিনে কি হতে চলেছে এই সিরিয়ালে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥