বিনোদন মূলক চ্যানেল গুলোতে আজকাল সিরিয়াল মানেই টি আর পির (TRP) লড়াই। আর তাই একে অপরকে টেক্কা দিয়ে বেশি টি আর পি পেতে বেশীরভাগ সিরিয়ালেই দেখা যায় ‘গল্পের গরু গাছে ওঠে’ গোছের ঘটনা। আর এখন তো বেশীরভাগ সিরিয়ালেই নায়ক থেকে নায়িকা সকলেই একবার করে মরে গিয়ে ফের বেঁচে ওঠে।
সিরিয়ালে নায়িকাদের মরে গিয়ে বেঁচে ওঠা থেকে,নতুন রূপে নতুন নামে সেই একই বাড়িতে ফিরে আসার উদাহরণ আছে ভুরি ভুরি। তা সে অতীতের জবা হোক কিংবা সাম্প্রতিক কালের যমুনা ঢাকি। সিরিয়ালের নায়িকাদের প্রাণ যেন কই মাছের মতো। তাই মরে গিয়েও বেঁচে ওঠে বারবার। এবার পালা জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল অপরাজিতা অপুর (Aparajita Apu)।
কিছুদিন আগেই এই সিরিয়ালে দেখা গিয়েছে সানি ওরফে মাদক চক্রের মূল পান্ডা রুবিনা মালিকের ষড়যন্ত্রের স্বীকার হয়েছে অপু (Apu)। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে সানি অপুর বিবাহবার্ষিকী পালনের নাম করে পায়েশে বিষ মিশিয়ে খাইয়েছে তাকে। এরপর গুরুতর অসুস্থ অপুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়।
এই পর্ব দেখার পর থেকে সোশ্যাল মিডিয়ায় আগে থেকেই অপুর আবার বেঁচে ওঠা একপ্রকার নিশ্চিত ধরে নিয়েই দেদার ট্রোলিং শুরু করেছিলেন নেটিজেনরা। এবার তাদের সেই দাবিকে সত্যি করেই এবার ফের এক নতুন রূপে ছদ্মবেশ নিয়ে শ্বশুর বাড়ি ফিরে এসেছে অপু। দেখা গিয়েছে এক বয়স্ক খ্রীস্টান মহিলার ছদ্মবেশ নিয়ে এসেছে অপু।
সিরিয়ালে দেখা গিয়েছে তাকে এক ঝলক দেখেই সানির চেনা চেনা মনে হলেও তাকে নাকি একেবারেই চিন্তে পারছে না দীপু সহ বাড়ির কেউ। অথচ অপুর মেক আপ থেকে কন্ঠস্বর সবকিছু দেখার পরেও দর্শকদের বুঝতে এক সেকেন্ডও লাগছে না যে ওটাই আসলে অপু। তাই এই বিষয়টি নিয়ে ব্যাপক ট্রোলিং শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কটাক্ষের সুরে কেউ বলছেন ‘আমরা তো কেউ চিনতেই পারিনি ,এটা অপু’! আবার কেউ বলছেন এই একঘেয়ে সিরিয়াল দেখানো বন্ধ হোক।