• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধু নাচ আর অভিনয় নয়! অপু বিডিওর গানের গলাও অসাধারণ, তার সুরের জাদুতে মুগ্ধ নেটপাড়া

Updated on:

সুস্মিতা দে,Sushmita Dey,অপরাজিতা অপু,Aparajita Apu,রিল ভিডিও,Reel Video,সোশ্যাল মিডিয়া,Social Media,গান,Song

বাংলা বিনোদন জগতে বর্তমানে অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল হল জি বাংলার অপরাজিতা অপু (Aparajita Apu)। সিরিয়ালের মিষ্টি নায়িকা অপুর চোখে অনেক বড় স্বপ্ন। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে নানান বাধা বিপত্তি পেরিয়ে বিডিও হয়েছে সে। বাড়ির বাইরে বেরিয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে একটা মেয়ের লড়াই করার এই মানসিকতা মন ছুঁয়েছে দর্শকদের।

এই কারণেই সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে প্রত্যেক সপ্তাহেই স্লট লিডার হয়ে সেরা তিনে জায়গা করে নিয়েছে এই সিরিয়াল। সিরিয়ালে অপুর চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey)। প্রথম সিরিয়ালেই সুস্মিতার অভিনয় নজর কেড়েছে দর্শকদের। আর এই সিরিয়ালের নায়িকা হওয়ার সুবাদেই সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রীর ফ্যান ফলোয়িং রয়েছে চোখে পড়ার মতো।

Aparajita Apu,
সোশ্যাল মিডিয়া জুড়ে লক্ষাধিক ফলোয়ার্স রয়েছে অভিনেত্রীর। তাই ভার্চুয়াল জগতে নিজের অনুরাগীদের সাথে মাঝে মধ্যেই নানা ছবি থেকে রিল ভিডিও শেয়ার করে নেন অভিনেত্রী। আর সেইসব ভিডিওতে কখনও অপু অভিনেত্রী সুস্মিতার অভিনয় তো কখনও নাচ দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা।

Apu Actress, Sushmita Dey,
তবে শুধু নাচ কিংবা অভিনয় নয়, অপু অভিনেত্রী সুস্মিতার রয়েছে আর একটি বিশেষ গুণ। তা হল তার মিষ্টি গানের গলা। এদিন সোশ্যাল মিডিয়ায় মেক আপ রুমে বসেই একটি হিন্দি গান গাইছিলেন অপু অভিনেত্রী সুস্মিতা। ভিডিওতে দেখা যাচ্ছে খালি গলায় সুস্মিতা একমনে গান গাইছিলেন।

সুস্মিতা দে,Sushmita Dey,অপরাজিতা অপু,Aparajita Apu,রিল ভিডিও,Reel Video,সোশ্যাল মিডিয়া,Social Media,গান,Song

তখনই পাশ থেকে মজা করে মুখেই মিউজিক দিতে দেখা যায় অপুর রিল লাইফ দিদিকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হতে বেশি সময় লাগেনি। কমেন্ট বক্সে উপচে পড়েছে অসংখ্য প্রশংসা। সকলেই এককথায় বলেছেন দারুন মিষ্টি গানের গলা সুস্মিতার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥