সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে দারুন জনপ্রিয় একজন টেলি অভিনেত্রী হলেন সুস্মিতা দে (Sushmita Dey)। জি বাংলার ‘অপরাজিতা অপু’ (Aparajita Apu) সিরিয়ালের হাত ধরেই প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর। প্রথম সিরিয়ালেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়ে দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন অভিনেত্রী।
এই ধারাবাহিকে তার স্বপ্ন ছিল বিডিও হওয়ার। বিয়ের পর অপুর সেই স্বপ্ন পূরণ হওয়ার অল্পদিনের মধ্যেই টিভির পর্দায় সম্প্রচার শেষ হয়ে যায় এই সিরিয়ালের। তবে জি বাংলার প্রথম সিরিয়াল শেষ হওয়ার পরে কিন্তু আর বসে থাকতে হয়নি অভিনেত্রীকে। প্রথম সিরিয়াল শেষ হতে না হতেই সুযোগ আসে স্টার জলসার মতো প্রথম সারির চ্যানেলে মুখ্য চরিত্রে অভিনয় করার।

এই চ্যানেলের জপনপ্রিয় সিরিয়াল ‘বৌমা একঘর’ (Bouma Ekghor)-এ টিয়া চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু জি বাংলার অপু স্টার জলসার টিয়া হয়ে এসে দর্শকদের মনে ছাপ ফেলতে পারেননি একেবারেই। তাই দিনের পর কম টি আর পি-র কারণে অল্পদিনেই বন্ধ করে দেওয়া হয় এই সিরিয়ালের সম্প্রচার। তবে এই সিরিয়ালের সম্প্রচার শেষ হয়ে যাওয়ার পর থেকে বহুদিন টিভির পর্দার দেখা যায় না অভিনেত্রীকে।

কিন্তু একথা ঠিক টিভিতে দেখা না গেলেও দর্শক মহলে আজও জনপ্রিয়তা কমেনি অভিনেত্রীর। তাছাড়া সোশ্যাল মিডিয়ার দৌলতে বরাবরই এক্টিভ থাকেন সুস্মিতা। এমনিতে টিভি সিরিয়ালের নায়ক নায়িকাদের নিয়ে বরাবরই দর্শকমহলে উচ্ছ্বাস থাকে চোখে পড়ার মতো। বিশেষ করে তাদের যদি সামনে থেকে দেখার কোন সুযোগ পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই! আর পুজোর সময় শহরতলীতে অনেক তারকাই স্টেজ-শো করে থাকেন।

সম্প্রতি তেমনি একটি শো করতে গিয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা দে। আর এক্ষেত্রে দেখা যায় নায়ক নায়িকার স্টেজে উঠলেই দর্শকদের দাবি থাকে, নাচ কিংবা গান করে দেখানো একটি স্টেজ শো করতে হাজির হয়েছিলেন সুস্মিতা। এদিন পর্দার অপু অভিনেত্রী সুস্মিতাও দর্শকদের অনুরোধে একটি হিন্দি গান গেয়েছিলেন।আর সেই গান গাওয়াই হোক কাল হলো অভিনেত্রীর কাছে।
ভরা মঞ্চে জনপ্রিয় হিন্দি গান গেয়ে ভরা সোশ্যাল মিডিয়ার ব্যাপক ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন অভিনেত্রী। কেউ লিখেছিলেন ‘এর থেকে রানু মন্ডল ভালো’। তো আরেকজনের মতে, ‘কত ছেলেমেয়েরা ভালো গান গায়, এদের ফালতু টাকা দিয়ে গান গাওয়ানোর কোনো মানে হয়!’ অবশেষে এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে মুখ খুলে ছিলেন অভিনেত্রী। গান গেয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়ে সুস্মিতা জানিয়েছেন “আমি তো আর পেশাদার গায়িকা নই, তাই এই সব কথা খুব একটা গায়ে লাগছে না।”














