• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাটু জলে বসেই ডুবে যাচ্ছে! করছে বাঁচাও বাঁচাও চিৎকার, কান্ড দেখে নেটিজেনদের ট্রোলের মুখে অপু

Published on:

Aparajita Apu Drowning pond

বাংলা বিনোদন জগতের অন্যতম অঙ্গ হল সিরিয়াল। তাই বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই সমস্ত কাজ সেরে টিভির রিমোর্ট নিয়ে সবাই মিলে বসে পড়েন টিভির সামনে। পছন্দের তারকাদের টিভির পর্দায় না দেখা অবধি গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের । সকলের পছন্দের এমনই একটি জনপ্রিয় মেগা ধারাবাহিক হল জি বাংলার ‘অপরাজিতা অপু’ (Aparajita Apu)।

এই সিরিয়ালের নায়িকা অপুর চরিত্রে রয়েছেন নবাগতা সুস্মিতা দে (Sushmita Dey)। তাঁর বীপরীতে নায়ক দিপুর চরিত্রে অভিনয় করছেন রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharya)। দুষ্টু মিষ্টি নায়িকার চরিত্রে অপু অর্থাৎ সুস্মিতার অভিনয় অল্পদিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। তাই টিআরপি রেটিং এর দিক দিয়ে এই ধারাবাহিকটির অবস্থান উপরের দিকেই রয়েছে৷

Aparajita Apu,অপরাজিতা অপু,Sushmita Dey,সুস্মিতা দে Rohan Bhattacharya,রোহন ভট্টাচার্য,Trolling,ট্রোলিং,Social Media,সোশ্যাল মিডিয়া

ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গেছে নানান ঝামেলা অশান্তি পেরিয়ে চাকরি না করার শর্ত মেনে একেবারে নাটকীয়ভাবে নায়িকা অপু বিয়ে করেছে দিদির দেওর দীপু বাবুকে। যা প্রথমদিকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী নায়কের মা অবলাদেবী। তবে এখন অপু ধীরে শাশুড়ি অর্থাৎ ‘আন্টি ১’ এর মনেও জায়গা করতে শুরু করেছে। সিরিয়ালের নায়িকা হিসাবে অপু পারেনা এমন কোনো কাজ নেই।

Aparajita Apu Drowning pond

পাড়ার ঝামেলা হোক বা সংসারে অশান্তি কিংবা মাসিমনি অর্থাৎ আন্টি ২ এর ছল ছাতুরি নিমেষের মধ্যেই সব রহস্যের সমাধান করে ফেলেন অপু গোয়েন্দা। তবে কিছুদিন আগেই সিরিয়ালে দেখানো হয়েছে দেওর নীলুর চক্রান্তে পুকুরে পড়ে গিয়ে ডুবে যাচ্ছে অপু। পরে নায়ক দীপু গিয়ে বাঁচায় অপুকে। আর এই সিনকে কেন্দ্র করেই নেটিজেনদের ব্যাপক ট্রোলের মুখে পড়তে হয় সিরিয়ালের নায়িকা অপুকে।

Aparajita Apu Drowning pond

আসলে এদিনের এপিসোডে অপুর জলে ডুবে যাওয়ার যে দৃশ্য দেখানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে অপু যেখানে জলে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে , সেটা আসলে একটা পুকুর পাড়। আর সেই পুকুরের ঘাটে মাত্র হাঁটু জলেই বসেই অপু বলতে থাকে আমাকে বাঁচাও। যা দেখে বোঝাই ওই জলে অপুর ডুবে যাওয়ার কোনো কারণ নেই। ওইটুকু জল থেকে অনায়াসেই উপরে উঠে আসা যেতে পারে। এই হাঁটুতে জলে ডুবে যাওয়াটাই হাস্যকর মনে হয়েছে নেটিজেনদের কাছে। এই দৃশ্যর স্ক্রিনশট এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥