সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। কিন্তু এই সিরিয়ালেই যখন একঘেয়েমি চলে আসে, তখন সমালোচনা করতে ছাড়ে না খোদ সিরিয়াল প্রেমী দর্শকরাই। এছাড়া টিআরপি তো রয়েইছে, তাই দিনের পর দিন টি আর পি তলানিতে ঠেকলে নিঃসন্দেহে সেই সিরিয়ালের ওপর নেমে আসে কোপ। প্রসঙ্গত অল্প দিনের মধ্যেই দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘অপরাজিতা অপু’ (Aparajita Apu) ।
নায়িকা অপুর চরিত্রে নবাগতা অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey)- এর শুরু থেকেই মন ছুঁয়েছে দর্শকদের। কিন্তু কম টিআরপির জেরে এবার শেষ হতে চলেছে অপু বিডিওর এই সিরিয়াল। বদলে আসতে চলেছে জি বাংলার নতুন সিরিয়াল ‘উড়ন তুবড়ি’। চ্যানেল কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে সিরিয়ালের শেষের দিনক্ষণ। জানা যাচ্ছে আগামী ২৫শে মার্চ হবে সিরিয়ালের শেষ শুটিং। আর শেষ সম্প্রচার হবে ২৬শে মার্চ।

প্রসঙ্গত এই সিরিয়ালের নায়িকা অপু চরিত্রের অভিনেত্রী সুস্মিতার এটাই ছিল প্রথম সিরিয়াল। তাই সিরিয়াল শেষ হওয়ায় দারুন মন খারাপ অভিনেত্রীর। তবে সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় মন খারাপ হলেও আক্ষেপ নেই অপু অভিনেত্রীর। এমনিতে সোশ্যাল মিডিয়ায় দর্শকরাও বলাবলি করছেন, একেবারে সঠিক সময়েই শেষ হচ্ছে এই সিরিয়াল।

একই কথা বলছেন পর্দার অপুও। সুস্মিতার কথায় ‘অবশ্যই খারাপ লাগছে। একটা ধারাবাহিক শেষ হলে কী হয়, সেটা এই প্রথম বুঝলাম।’ তবে তার মধ্যেও শান্তি খুঁজে নিয়েছেন নায়িকা। তার কথায়,’ সঠিক সময়ে শেষ হচ্ছে। অপু বিডিও হতে চেয়েছিল। অনেক লড়াইয়ের পর তার স্বপ্নপূরণ হয়েছে। এর পরেও ধারাবাহিক চললে মনে হত, টেনে বাড়ানো হচ্ছে।’ কিছুদিন আগেই সিরিয়ালে মৃত্যু দেখানো হয়েছিল নায়িকা অপুর। কিন্তু আর পাঁচটা সিরিয়ালের মতো এই সিরিয়ালেও মরে গিয়ে আবার বেঁচে ওঠে অপু। যা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় ব্যাপক ট্রোলিং।

তবে সিরিয়াল শেষের আগে মরে গিয়ে বেঁচে ওঠার বিষয়টিকে দারুন উপভোগ করছেন অভিনেত্রী সুস্মিতা নিজে। তাই এ প্রসঙ্গে হাসিমুখে অভিনেত্রী বলেছেন ‘মরে গিয়ে কী যে উপকার হয়েছে আমার! সেই সময়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। এ দিকে ধারাবাহিকের ৯০ শতাংশ দৃশ্য আমাকে নিয়েই। ফলে, ছুটি নেওয়ার কথাও বলতে পারছিলাম না। মৃত্যুদৃশ্যে অভিনয়ের পরেই গোটা এক দিন ছুটি। পরের কয়েকটি দিন অভিনয়ের চাপ কম। কাজও করেছি। বিশ্রামও পেয়েছি। তখন মনে হয়েছিল, ভাগ্যিস অপু মরল।’














