• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অপু বিডিওর দিন শেষ, আবারও শাশুড়ি বৌমার কাহিনী নিয়ে পর্দায় ফিরছেন ‘অপরাজিতা অপু’র সুস্মিতা

দর্শকদের বিনোদনের জন্য টেলিভিশনের পর্দায় একাধিক সিরিয়াল চলে। এমনই একটি জনপ্রিয় সিরিয়াল ‘অপরাজিতা অপু’ (Aparajita Apu)। বাড়ির বৌ হয়ে কিভাবে রাগী শাশুড়ির মন গলিয়ে তাকে আপন করে নেওয়া যায়, কিভাবে সংসারের পাশাপাশি নিজের পড়াশোনা চালিয়ে স্বপ্নপূরণ করা যায় সেটাই দেখানো হয়েছিল এই সিরিয়ালে। আর সিরিয়ালে বৌমা অপুর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey)।

শাশুড়ি থেকে সংসার সামলে পরীক্ষায় পাশ করে ভিডিও হয়ে গিয়েছিল অপু। কিন্তু অপু বিডিও হওয়ার পর আর বেশি দিন চলেনি সিরিয়াল। টিআরপি খারাপ হতেই শেষ হয়ে গিয়েছে ‘অপু বিডিও’ এর যাত্রা। সিরিয়াল শেষ হওয়াতে অনেকেরই মন খারাপ হয়ে গিয়েছে। তবে চিন্তার কিছু নেই ইতিমধ্যেই খুশির খবর পাওয়া গিয়েছে।

   

Aparajita Apu,Sushmita Dey,Sushmita Dey New Serial,Star Jalsha,অপরাজিতা অপু,সুস্মিতা দে,বাংলা সিরিয়াল,ষ্টার জলসা,Bangla Serial News,বাংলা সিরিয়ালের খবর

এবার জি বাংলার পর ষ্টার জলসার (Star Jalsha) পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে। যেমনটা জানা যাচ্ছে খুবই শীঘ্রই নতুন এক সিরিয়ালের না নায়িকা হিসাবে আসতে চলেছেন সুস্মিতা দে। নারীকেন্দ্রিক এই গল্পেও এক মেয়ের জীবনকাহিনী তুলে ধরা হবে। খানিকটা ‘অপরাজিতা অপু’ সিরিয়ালের মত হতে পারে এই সিরিয়ালের কাহিনীও। অর্থাৎ এখানেও শাশুড়ি বৌমার কেমিস্ট্রি দেখা যাবে।

শুধু তাই নয় ইতিমধ্যেই সামনে এসেছে নতুন সিরিয়ালের নায়কের নামও। জানা যাচ্ছে সুস্মিতার বিপরীতে দেখা যাবে  দেবজ্যোতি রায়চৌধুরীকে। গল্পে দুজনের বিয়ে হবে, আর বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়ে কিভাবে সংসার সামাল দিয়ে নিজের স্বপ্নপূরণ করবে সেটা নিয়েই তৈরী সিরিয়াল। এমনকি শাশুড়ির সাহায্যের নতুন পেশায় যুক্ত হবে সে।

Apu Actress, Sushmita Dey,

নিজের স্বপ্ন পূরণ করে দেশ ছেড়ে বিদেশের মাটিতে পৌঁছে যাবেন অভিনেত্রী। নতুন এই সিরিয়ালের খবর প্রকাশ্যে আসতেই খুশি অপু ফ্যানেরা। নেটিজেনদের অনেকেই এই খবর জানতে পেরে মন্তব্য করেছেন, ‘অপুর কপাল খুবই ভালো। দুটো সিরিয়ালেই ভালো শাশুড়ি পাচ্ছে।’

প্রসঙ্গত, অপরাজিতা অপু শেষ হওয়ার আগে অপু মরে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছিল। এই প্রসঙ্গে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন যে, ‘মরে গিয়ে কী যে উপকার হয়েছে আমার! সেই সময়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। এ দিকে ধারাবাহিকের ৯০ শতাংশ দৃশ্য আমাকে নিয়েই। ফলে, ছুটি নেওয়ার কথাও বলতে পারছিলাম না। মৃত্যুদৃশ্যে অভিনয়ের পরেই গোটা এক দিন ছুটি। পরের কয়েকটি দিন অভিনয়ের চাপ কম। কাজও করেছি। বিশ্রামও পেয়েছি। তখন মনে হয়েছিল, ভাগ্যিস অপু মরল।’

site