• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রকাশ্যে ‘অপরাজিতা অপু’ অভিনেত্রী সুস্মিতার প্রেমকাহিনী, নিজেই শেয়ার করলেন প্রেমিকের ছবি

Published on:

Aparajita Apu Actress Sushmita Dey Lover Real identity

টেলিভিশনের পর্দায় জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘অপরাজিতা অপু (Aparajita Apu)’। সিরিয়ালের অপু ও দীপুর জুটি শুরু থেকেই দর্শকদের বেশ পছন্দ হয়েছে। টিআরপি রিপোর্টেও তাঁর বহিঃপ্রকাশ দেখা গিয়েছে, শুরু হবার পরে দীর্ঘদিন প্রথম তিনে ছিল সিরিয়াল। তবে সম্প্রতি জনপ্রিয়তা কিছুটা কমেছে। সম্প্রতি অপু অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey) ব্যাপক চর্চায় উঠে এসেছেন সোশ্যাল মিডিয়াতে। কারণ তাঁর বাস্তব জীবনের প্রেমকাহিনী প্রকাশ্যে এসেছে।

হ্যাঁ ঠিকই শুনেছেন, অপু বিডিও এর রিল লাইফ নয় রিয়েল  লাইফের নায়কের খোঁজ পাওয়া গিয়েছে। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়াতে নিজের প্রেমিকের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন সকলকে। এতদিন পর্দায় অভিনেত্রীকে দেখলেও তাঁর বাস্তব জীবনের প্রেমিকের খোঁজ কিন্তু ছিল না কারোর কাছেই। তবে এবার আর লুকোচুরি হয় মনের মানুষকে প্রকাশ্যে এনেই ফেললেন সুস্মিতা।

অপরাজিতা অপু,বাংলা সিরিয়াল,সুস্মিতা দে,সুস্মিতা দে প্রেমিক,অপরাজিতা অপুর আসল প্রেমিক,অনির্বাণ রায়,Sushmita Dey,Aparajita Apu,Sushmita Dey real lover,Anirban Roy

বিগত দুবছর ধরে প্রেম করেছেন সুস্মিতা। অভিনেত্রীর প্রেমিকের নাম অনির্বান রায়। এদিন প্রেমিকের জন্মদিনেই তাঁর ছবি শেয়ার করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন অভিনেত্রী। প্রেমিককে দেখা তো হল এখন প্রশ্ন কে এই অনির্বাণ রায়? আর কিভাবেই বা শুরু হল সুস্মিতা ও অনির্বাণের প্রেমকাহিনীর ? এই সময়স প্রশ্নের উত্তরও কিছুটা মিলেছে। তবে সবটা কিন্তু এখনও প্রকাশ্যে আসেনি।

অপরাজিতা অপু,বাংলা সিরিয়াল,সুস্মিতা দে,সুস্মিতা দে প্রেমিক,অপরাজিতা অপুর আসল প্রেমিক,অনির্বাণ রায়,Sushmita Dey,Aparajita Apu,Sushmita Dey real lover,Anirban Roy

বিগত ২৩শে জানুয়ারি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে সুস্মিতার পাশেই দেখা যাচ্ছে অনির্বাণকে।

ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আজ তোমার জীবনের স্পেশাল একটা দিন। তোমার শ্রেষ্ঠটাই প্রাপ্য’। সাথে রয়েছে হ্যাপি বার্থডে মিস্টার প্রবলেম সলভার। এই রিল ভিডিও দেখেই নেটিজেনরা বুঝতে পেরে গিয়েছেন পর্দার অপু ভিডিওর আসল দীপুবাবু ইনিই।

অপরাজিতা অপু,বাংলা সিরিয়াল,সুস্মিতা দে,সুস্মিতা দে প্রেমিক,অপরাজিতা অপুর আসল প্রেমিক,অনির্বাণ রায়,Sushmita Dey,Aparajita Apu,Sushmita Dey real lover,Anirban Roy

আসলে প্রেমিকের সাথে ছবি শেয়ার করতেই এক সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল তাঁর সাথে। কারণ প্রিয় অভিনেত্রীর প্রেমিকের সম্পর্কে জানতে বেশ উৎসাহী দর্শকেরাও। আর ইতিমধ্যেই খোঁজ মিলেছে, যেমনটা জানা যাচ্ছে মালদার বাসিন্দা অনির্বাণ।

Aparajit Apu actress Sushmita Dey reallife boyfriend

কর্মসূত্রে বিনোদন জগতের সাথেই জড়িত তিনি। আর একটি বিউটিহান্ট প্রতিযোগিতার মাধ্যমেই দুজনের প্রথম আলাপ হয়েছিল। এরপর সেই আলাপ ধীরে ধীরে প্রেমে পরিণত হয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥