• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তাঁতের শাড়ি, বাঙালি সাজ উধাও! হিন্দুস্তান মহিলার সাজে নেচে তাক লাগালেন লক্ষ্মী কাকিমা, ভাইরাল ভিডিও

লক্ষ্মী কাকিমা সুপারস্টার,অপরাজিতা আঢ্য,টলিউড,বাংলা সিরিয়াল,Lokhkhi Kakima Superstar,Aparajita Adhya,Bengali serial

দীর্ঘ দুই দশক টলিউড ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita adhya)। বয়স যেন তার কাছে কেবলমাত্র একটি সংখ্যা। সর্বদাই একরাশ হাসি নিয়ে দেখতে পাওয়া যায় অভিনেত্রীকে। একসময় ছোটপর্দা অর্থাৎ সিরিয়ালে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জিতেছিলেন অভিনেত্রী। তবে মাঝে দীর্ঘ চার বছর বড়পর্দাতেই দেখা মিলেছে তার। কিন্তু জি বাংলার পর্দায় অতিসম্প্রতি এসেছে নতুন ধারাবাহিক, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন স্বয়ং অপরাজিতা।

এমনিতেই অপাদি মানেই সিনেমা থেকে সিরিয়াল হিট, তারপর ফুল অন এনার্জি দিয়ে লক্ষী কাকিমার অভিনয়, সব মিলিয়ে এক্কেবারে জমজমাট সিরিয়াল। এই সিরিয়ালের হাত ধরেই দীর্ঘ চার বছর পর আবারও ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী। কিছুদিন আগেই অভিনেত্রীর ৪৪তম জন্মদিন গিয়েছে। তবে তাঁর প্রাণখোলা অভিনয়ে আবারও মজেছেন দর্শকেরা। আর দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি নাচটাও কিন্তু বেশ ভালোই পারেন অপরাজিতা আঢ্য। শুটিংয়ের ফাঁকে মাঝে মধ্যেই সেটে বাকিদের নিয়ে নাচে মেতে উঠছেন তিনি। যেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে পড়ছে।

Aparajita Adhya in Lokkhi Kakima Superstar

সম্প্রতি ফের মেকাপ রুমে নাচে মেতেছেন অভিনেত্রী। একেবারে হিন্দুস্তানী স্টাইলে শাড়ি পরে দুর্দান্ত নেচেছেন তিনি। তার নাচের এক্সপ্রেশন, মুভস সবই অনবদ্য। ‘সাইয়া দিল মে আনা রে, আকে ফির না জানা রে’ গানে কোমর দুলিয়েছেন অপরাজিতা। আর তার নাচ দেখে প্রশংসার বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও শেয়ার করে অপরাজিতা লিখেছেন, ”ফুল মুড যখন সবাই শ্যুটিং এ ক্লান্ত”।

লক্ষ্মী কাকিমা সুপারস্টার,অপরাজিতা আঢ্য,টলিউড,বাংলা সিরিয়াল,Lokhkhi Kakima Superstar,Aparajita Adhya,Bengali serial

অভিনেত্রীর কথায়, “৪৩ বছর বয়সেও ২৩ এর মতোই হো হো করে হাসতে পারেন তিনি”। মুখে বলেনও যা, করেন ও তা। হাজারো লাইক থেকে অজস্র কমেন্টে ভরে গিয়েছে কমেন্ট বক্স। সকলের মুখেই এক কথা লক্ষী কাকিমা রকস। আসলে বরাবরই নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে এসেছেন অপরাজিতা আঢ্য। আর এই সিরিয়ালেও সেই একইভাবে দর্শকদের মনে জায়গা করতে সফল তিনি।

 

সিরিয়ালে মধ্যবিত্ত পরিবারের গিন্নি হিসাবেই দেখা যাচ্ছে অভিনেত্রীকে। যে একহাতে গোটা বাড়ির দায়িত্ব সামলানোর পাশাপাশি লক্ষীর ভান্ডার নামের একটা দোকানও চালায়। অনেক কষ্ট করেই সংসার আর দোকান দুটো ম্যানেজ করেন তিনি। সিরিয়ালে অপরাজিতা আঢ্যর বিপরীতে জনপ্রিয় অভিনেতা দেবশঙ্কর হালদারকে দেখা যাচ্ছে লক্ষী কাকিমার স্বামীর চরিত্রে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥