• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

করোনায় মানবিকতা ভুলে গেছে মানুষ! মারণ যন্ত্রণার ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অপরাজিতা

Published on:

Aparajita Adhya অপরাজিতা আঢ্য

টলিউডের (Tollywood) অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে (Aparajita Adhya) সর্বদাই প্রাণখোলা হাসিমুখে দেখা যায়। টলিপাড়ায় ‘অপা দি’ নাম পরিচিত অভিনেত্রী। তার প্রাণ খোলা হাসির দেখার জন্য রীতিমত মুখিয়ে থাকেন লক্ষ লক্ষ অনুরাগীরা। অভিনেত্রী টলিউডে বহু ছবি তে কাজ করেছেন, আর নিজের অভিনয়ের জাদুতে মুগ্ধ করেছেন দর্শকদের। সোশ্যাল মিডিয়াতেও ইদানিং বেশ সক্রিয় অভিনেত্রী। লক্ষাধিক অনুগামীদের উদ্দেশ্যে প্রায়শই নানান ছবি ও ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ার পর্দায়।

বাংলা সিরিয়াল থেকে বাংলা ছবি সবেতেই যেন অপরাজেয় আজকের অপরাজিতা। গতবছর ‘চিনি’ ছবিতে মা ও মেয়ের জীবনের এক গল্প নিয়ে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ছবিতে টলিউডের অভিনেত্রী মধুমিতা সরকারের সাথে মা এর ভূমিকায় অভিনয় করেছেন অপরাজিতা। তাছাড়া নিজের হাসিমুখ নিয়ে প্রতিদিনই হাজির হয়ে যান অভিনেত্রী। রান্নাঘর নামের রান্নার শোতে জিভে জল আনা খাবারের রেসিপিও নিয়ে হাজির হন অভিনেত্রী।

অপরাজিতা আঢ্য Aparajita Adhya

সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ে অসহায় হয়ে পড়েছে মানুষ। কোথাও বেড নেই তো কোথাও বেড থাকলেও নেই অক্সিজেন। নিঃশ্বাস নেবার জন্য অক্সিজেনের অভাবে ছটফটিয়ে মারা যাচ্ছে কত মানুষ। এবার এই পরিস্থিতির মাঝেই নিজের করোনার ভয়ংকর স্মৃতির কথা শেয়ার করলেন অভিনেত্রী অপরাজিতা। আসলে গত বছর ‘চিনি’ ছবির শুটিংয়ের সময় অভিনেত্রী নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। যদিও প্রথম ঢেউয়ে আক্রান্ত হবার কারণে হাসপাতালে নয় বাড়িতেই চিকিৎসা হয়েছিল।

নিজেকে বাড়িতে আইসোলেট করে নিয়েছিলেন অভিনেত্রী। আর শুধু অভিনেত্রী নন, তার সাথে তার শাশুড়ি ও পরিবারের আরো কয়েকজন আক্রান্ত হয়েছিল করোনা ভাইরাসে। ডাঃ নিরূপ মিত্রের তত্ত্বাবধানে দ্রুত সুস্থ হয়েছেন অভিনেত্রী। কিন্তু বর্তমানে করোনার যে দ্বিতীয় ঢেউ চলছে তা আগের থেকো অনেক  বেশি ভয়ংকর। দ্বিতীয় ঢেউয়ে নিজেকে বাঁচাতে অনেকেই মানবিকতা ভুলে গিয়েছেন এমনটাই বললেন অভিনেত্রী। অবশ্য তার কারণ রয়েছে।

Aparajita Adhya অপরাজিতা আঢ্য

অভিনেত্রীর পাশের এক পরিবারের এক লোক পরিবার সহ করোনা আক্রান্ত হন। তার চিকিৎসার জন্য বেড ও অক্সিজেন খুঁজতে রীতিমত নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে অভিনেত্রীর। ওদিকে হাসপাতালে গিয়ে শুনতে হয়, সব করোনা রোগী তো আর বেঁচে ফেরে না। এই কথা শুনে অবাক হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তাছাড়া পাড়া বা আবাসনের যাদের সাথে একসাথে পুজোর চাঁদা তুলতেন যে প্রতিবেশীরা তারাই কটাক্ষের তীর ছুঁড়ে দিয়েছিলেন অসুস্থ ব্যক্তির দিকে। কেন বাইরে বেড়াচ্ছেন তিনি করোনা ছড়ানোর জন্য!

এই সমস্ত কিছু দেখে সত্যি হতবাক হয়ে গিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে করোনা পরিস্থিতিতে যেখানে মানুষের উচিত আরেক অসহায় মানুষের পাশে দাঁড়ানো সেখানে সামান্য মানবিকতা বোধ টুকু ভুলে গিয়েছে মানুষ। যেখানে ডাক্তারের অক্লান্ত পরিশ্রম করে চলেছেন দেশ ও দেশের মানুষকে সুস্থ করে তোলার জন্য। সেখানে মানুষই বুঝতে চাইছে না জীবনের গুরুত্ব!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥