বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির (Tollywood) অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। সিনেমা থেকে শুরু করে সিরিয়াল- সব মাধ্যমেই অবাধ বিচরণ তাঁর। দর্শকদের অত্যন্ত পছন্দের একজন অভিনেত্রী হলেন অপরাজিতা। তাঁর প্রাণখোলা হাসি এবং স্পষ্টবাদী স্বভাব সকলের ভীষণ পছন্দের। একগাল হাসি নিয়েই নানান কঠিন কথা বলে দেওয়ার ক্ষমতা রাখেন পর্দার ‘লক্ষ্মী কাকিমা’।
সম্প্রতি যেমন এই হাসি-মজার ছলেই সকলকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন অপরাজিতা। মুখে হাসি নিয়েই অভিনেত্রী যেভাবে কঠিন কথাটি বলেছেন তার তারিফ করেছেন প্রত্যেকে। এখন নিশ্চয়ই ভাবছেন কী এমন উপদেশ দিলেন ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ অভিনেত্রী? তাহলে জানিয়ে রাখি, সম্প্রতি প্রতিবেশীদের (Neighbours) নিয়ে একটি ‘মূল্যবান’ পরামর্শ দিয়েছেন তিনি।
আমরা প্রত্যেকে জানি, পাড়া-প্রতিবেশী কিংবা কাছের মানুষদের সবাই কিন্তু আমাদের ভালো চায় না। কিংবা আমাদের নিয়ে ভালো ভাবেন না। তাঁরা সবসময় আমাদের ভালো ভাববেন, আমাদের ভালো চাইবেন এমনটা আশাও করা যায় না। অনেক সময়ই তাই দেখা যায়, কিছু ‘কুচুটে’ প্রতিবেশী আপনার ক্ষতি চান কিংবা আপনার সম্বন্ধে খারাপ কথা বলে বেড়ান। সেক্ষেত্রে কী করণীয় এবার সেই পরামর্শই দিলেন অপরাজিতা।
পর্দার ‘লক্ষ্মী কাকিমা’ বাস্তব জীবনে সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন। মাঝেমধ্যেই নানান ছবি, ভিডিও শেয়ার করেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন অপরাজিতা। সম্প্রতি যেমন একটি জনপ্রিয় সংলাপের সঙ্গে লিপ সিঙ্ক করে একটি রিল ভিডিও বানিয়ে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করেছেন তিনি।
সেই রিল ভিডিওয় অপরাজিতাকে বলতে শোনা যাচ্ছে, ‘নিজেকে কখনও খারাপ ভাববেন না। ওটা ভাবার জন্য প্রতিবেশীরা আছেন!’ টলি অভিনেত্রীর শেয়ার করা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। সেই সঙ্গেই অনেকেই অপরাজিতার সঙ্গে সহমত পোষণ করেছেন। ‘কুচুটে’ প্রতিবেশীদের নিয়ে এই রিল বানিয়ে অভিনেত্রী একদম ঠিক কাজ করেছেন বলছেন অনেকে।
View this post on Instagram
অপরাজিতার কাজের দিক থেকে বলা হলে, অভিনেত্রীকে শীঘ্রই দেখা যাবে ‘লাভ ম্যারেজ’ ছবিতে। এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছেন রঞ্জিৎ মল্লিক, অবঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। এছাড়াও জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ঘরে ঘরে জি বাংলা’র সঞ্চালক হিসেবেও মাঝেমধ্যেই টিভির পর্দায় দেখা মেলে অপরাজিতার।