দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita adhya)। বয়স যেন তার কাছে কেবলমাত্র একটি সংখ্যা। সর্বদাই একরাশ হাসি নিয়ে দেখতে পাওয়া যায় অভিনেত্রীকে। একসময় ছোটপর্দা অর্থাৎ সিরিয়ালে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জিতেছিলেন অভিনেত্রী। তবে মাঝে দীর্ঘ চার বছর বড়পর্দাতেই দেখা মিলেছে অভিনেত্রী। তবে এবার সুখৰ পাওয়া গেল।
ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। আর সাথে নিয়ে আসছেন ‘লক্ষীর ভান্ডার (Lokkhir Bhandar)’। সেই আদ্যিকাল থেকেই লক্ষীর ভান্ডারের সাথে পরিচয় রয়েছেন বাঙালিদের। অল্প অল্প করে খচর পয়সা জমিয়ে তৈরী হাত এই লক্ষীর ভান্ডার। কথাই আছে, নারীর শ্রীতেই লক্ষী অচল হন সংসারে। পুরোনোদিনের সেই সমস্ত কথা আবারও মনে করতে ছোট পর্দায় ফিরছেন সকলের প্রিয় অপা দি বা অপরাজিতা আঢ্য।
জি বাংলার পর্দায় আসছে নতুন এক সিরিয়াল, যাঁর নাম ‘লক্ষীর কাকিমা সুপারস্টার (Lokkhi Kakima Superstar)’। নতুন এই সিরিয়ালে লক্ষী কাকিমার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। যে নিজের সংসারের পাশাপাশি বাকিদের সংসারের দৈনন্দিন প্রয়োজন মেটায়। ভাবছেন সেটা কি করে? আসলে নিজের বাড়ির পাশাপাশি একটা মুদি খানার দোকানও চালান লক্ষী কাকিমা।
ইতিমধ্যেই নতুন সিরিয়ালের প্রোমো ভিডিও রিলিজ হয়েছে। যেখানে সকালের সংসারের কাজ সেরে দোকান খুলতেই খদ্দেরকে বলতে দেখা যাচ্ছে, ‘ আচ্ছা লক্ষী কাকিমা তুমি ক্লান্ত হও না?’ যার উত্তরে লক্ষী কাকিমা বলেছে, ‘ওমা! আমার দুটো সংসার। একটা সামলে আরেকটা সামলাচ্ছি। একেবারে ফুল অন এনার্জি!’ আসলে মা কাকিমাদের প্রতিদিনের সাথে জুড়ে রয়েছে এই সিরিয়ালের কাহিনী। তাই শুরুর আগেই জনপ্রিয়তা যে ব্যাপক হবে জেতা বোঝাই যাচ্ছে।
অবশ্য এখানেই শেষ নয়! সিরিয়ালে আরও একজন বিশেষ অভিনেতা রয়েছেন। অপরাজিতার আঢ্যর স্বামীর চরিত্রে অভিনয় করছেন টলিপাড়ার বিখ্যাত অভিনেতা দেবশঙ্কর হালদার। নতুন প্রোমো ভিডিও ইতিমধ্যেই নজর কেড়েছে লক্ষাধিক দর্শকেরা ব্যাপক উৎসাহের সাথে দেখেছেন ভিডিওটি। অনেকেই ভিডিও দেখা জানিয়েছেন দির্ঘদিন পর আবারও সিরিয়াল দেখা শুরু করবেন তারা। এখন শুধু সিরিয়াল শুরু হবার অপেক্ষা।