দীর্ঘ দুই দশক টলিউড ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita adhya)। বয়স যেন তার কাছে কেবলমাত্র একটি সংখ্যা। দুর্দান্ত অভিনয়ের জন্য তো বটেই, তার বাইরেও একজন দারুণ মানুষ হিসেবেও অনুরাগীদের খুব পছন্দের কাছের একজন হয়ে উঠেছেন অভিনেত্রী অপরাজিতা। গতকাল ছিল অভিনেত্রী ৪৪ তম জন্মদিন। জন্মদিন হবে আর সেলিব্রেশন হবে না তাও আবার হয় নাকি!
রাত বারোটা বাজতেই শুরু হয়েছে অভিনেত্রী জন্মদিনের সেলিব্রেশন। পরিবারের বেশ কয়েকজন অতিথি আর বন্ধু বান্ধবীদের নিয়ে জমিয়ে হয়েছে জন্মদিনের সেলিব্রেশন। তবে এই জন্মদিনটা অভিনেত্রীর কাছে খুব স্পেশাল। কারণ গতবছর থেকে শারীরিক অসুস্থতার জেরে শয্যাশায়ী ছিলেন অভিনেত্রীর মা, তবে ৪-৫দিন আগেই সুস্থ হয়েছে মা। তাঁর সাথেই কেটেছে গোটা দিন। অভিনেত্রীকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুগামীরাও।
এছাড়াও রুদ্রাক্ষ দারুন পছন্দ অভিনেত্রীর। তাই স্বামী অতনু হাজরা তাকে একটা সোনা দিয়ে বাঁধানো রুদ্রাক্ষের হার উপহার হিসাবে দিয়েছেন। সাথে শাশুড়িমা দশ হাজার টাকা নগদ উপহার দিয়েছেন। এছাড়াও দীর্ঘ চার বছর পর জি বাংলার পর্দায় ‘লক্ষীকাকিমা সুপারস্টার’ সিরিয়ালের হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন তিনি। জি বাংলার তরফ থেকেও মিলেছে একাধিক উপহার।
সিরিয়ালের শুটিং শেষ হবার পর সিরিয়ালের এক্সিকিউটিভ প্রোডিউসার প্রিয়াঙ্কা কেক ও মিষ্টি উপহার দিয়েছে। এছাড়াও অ্যাসিস্টান্ট এডিটর একটা ব্যাগ উপহার দিয়েছে। শুটিংয়ের পর সকলের সাথে মিলে কাটা হয়েছিল কেক। এরপর বাড়িতে ফিরেও কেক কেটেছেন তিনি। আর জন্মদিনের সকালে জমিয়ে খাওয়া দাওয়া। খাওয়ার সময়ের ছবিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন অভিনেত্রী।
View this post on Instagram
তবে জন্মদিনের সেলিব্রেশন বলে কথা, একটু নাচ না হলে কি আর হয় নাকি! জন্মদিনে ছাত্রীদের সাথে ‘পুষ্পা’ ছবির ‘উঁ অন্তাওয়া’ গানে নেচে মেতে উঠেছিলেন অভিনেত্রী। দুর্দান্ত সেই নাচের ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। ভিডিও শেয়ার করে লিখেছিলেন, ‘জন্মদিন নাচ ছাড়া সম্পূর্ণ হতেই পারে না’। নাচের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। নেটিজেনরা তার নাচের প্রশংসায় ভড়িয়েছেন কমেন্ট বক্স।