• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সেলেব্রেটি হয়েও নেই কোনো অহংকার! পাড়ার বড়দের সাথেই সিঁদুর খেলায় মাতলেন অপরাজিতা আঢ্য

Published on:

অপরাজিতা আঢ্য,Aprajita Adya,লক্ষ্মী কাকিমা সুপারস্টার,Lokhi Kakima Superstar,সিঁদুর খেলা,Sindur Khela,বিজয়া দশমী,Bijoya Dashami

বাংলা ইন্ডাস্ট্রির একজন দাপুটে অভিনেত্রী হলেন সকলের প্রিয় অপাদি অর্থাৎ অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aprajita Adya)। এখন আপাতত প্রতিদিন ছোটপর্দার দর্শকদের কাছে তিনি ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lokhi Kakima Superstar) নামেই পরিচিত। এমনিতে বরাবরই ঈশ্বর বিশ্বাসী অপরাজিতা। ইতিপূর্বে একাধিক সাক্ষাৎকারে অভিনেত্রী  জানিয়েছেন তাঁর ঈশ্বর সাধনার কথা।

বছর বছর বাড়িতে নিয়ম করে সমস্ত পূজা অর্চনা করে থাকেন ঈশ্বরে বিশ্বাসী অপরাজিতা। সদ্য শেষ হয়েছে বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো। এই মুহূর্তে প্রত্যেক ঘরে ঘরে চলছে কোলাকুলি, সিঁদুর খেলা, বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময়ের পর্ব। প্রত্যেকবারের মতো এবারও নিজের বাড়িতে দুর্গাপুজো করেছিলেন অভিনেত্রী। এই পুজোতেই দুরদূরান্ত থেকে অংশ নিতে এসেছিলেন  অনেকে।

অপরাজিতা আঢ্য,Aprajita Adya,লক্ষ্মী কাকিমা সুপারস্টার,Lokhi Kakima Superstar,সিঁদুর খেলা,Sindur Khela,বিজয়া দশমী,Bijoya Dashami

আসলে গত দুবছর করোনার কারণে সবারই পুজো কেটেছে ফ্যাকাসে। মনের মধ্যে আতঙ্ক নিয়েই পুজো কাটিয়েছেন সবাই। তাই এবছর আম জনতা থেকে সেলিব্রেটি সকলেই পুজো কাটিয়েছেন প্রাণ ভরে। তবে শুধু করোনা নয় করোনা ছাড়াও আরো একটি কারণে গত বছরের পুজো একেবারেই বিষন্নতায় ভরা ছিল অভিনেত্রীর।

অপরাজিতা আঢ্য,Aprajita Adya,লক্ষ্মী কাকিমা সুপারস্টার,Lokhi Kakima Superstar,সিঁদুর খেলা,Sindur Khela,বিজয়া দশমী,Bijoya Dashami

আসলে গত বছরেই প্রয়াত হয়েছিলেন অভিনেত্রীর শ্বশুরমশাই। তবে কথায় আছে ‘অন্ধকারের পরেই আলো থাকে’। সম্প্রতি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে পুজোর আনন্দে মেতে উঠেছিলে অপরাজিতা আঢ্য। এমনিতে বরাবরই উৎসব অনুষ্ঠানে লাল সাদা কম্বিনেশন এর শাড়ি পছন্দ অপরাজিতার। এবারের পুজোয় দশমীর দিনেও টকটকে লাল শাড়িতে ধরা দিয়েছিলেন অভিনেত্রী।

অপরাজিতা আঢ্য,Aprajita Adya,লক্ষ্মী কাকিমা সুপারস্টার,Lokhi Kakima Superstar,সিঁদুর খেলা,Sindur Khela,বিজয়া দশমী,Bijoya Dashami

মা দুর্গাকে প্রাণ খুলে বরণ করার পাশাপাশি পাড়ার মা জেঠিমাদের সাথে মেতে উঠেছিলেন সিঁদুর খেলায়।  সকলের মাঝে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে পেয়ে আপ্লুত হয়েছেন তার প্রতিবেশীরা।পাড়ার বয়োজ্যেষ্ঠরা  বলেছেন ‘ও তো আমাদেরই মেয়ে। আমার পাড়ার মেয়ে’।

প্রসঙ্গত সামনেই লক্ষ্মী পুজো প্রতিবছর লক্ষ্মী পুজোতেও পর্দার লক্ষ্মী কাকিমার বাড়িতে হয় মহা ধুমধাম। প্রত্যেক বছরই দূর দূরান্ত থেকে অনেকেই আসেন অভিনেত্রীর বাড়ি পুজোর সেই প্রসাদ খেতে।প্রত্যেকবারই মা লক্ষ্মীকে কোন না কোন নতুন সাজে সাজান অপরাজিতা কোন বার পদ্মাবতি তো কোন বার রানী এবার তিনি কি সাজে সাজাবেন তার আগাম পরিকল্পনা করে রেখেছেন বলেই জানা গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥