জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy) ধারাবাহিকে অভিনয় করে রাতারাতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ঋত্বিক মুখার্জি (Writwik Mukherjee) এবং অন্বেষা হাজরা (Annwesha Hazra)। সিরিয়াল শেষ হয়েছে বেশ কয়েকমাস হয়ে গেলেও, দর্শকদের মন থেকে ঊর্মি- সাত্যকীর জুটি কিন্তু মুছে যায়নি। এখনও সময়ে-অসময়ে তাঁদের বেশ মিস করেন দর্শকরা।
‘এই পথ যদি না শেষ হয়’ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঋত্বিক অবশ্য নতুন ধারাবাহিক নিয়ে পর্দায় হাজির হয়ে গিয়েছেন। অভিনেতাকে এই মুহূর্তে জি বাংলারই ‘মন দিতে চাই’য়ে দেখা যাচ্ছে। সেই সিরিয়ালে তাঁর বিপরীতে অভিনয় করছেন ‘আয় তবে সহচরী’ খ্যাত অরুণিমা হালদার। রাত সাড়ে দশটার স্লটে সম্প্রচারিত এই সিরিয়াল এখনও পর্যন্ত টিআরপি তালিকায় বিশেষ কামাল করে দেখাতে পারেনি।
যদিও তাতে ঋত্বিকের জনপ্রিয়তায় কিন্তু একটুও আঁচ পড়েনি। সোশ্যাল মিডিয়ায় দিন দিন অভিনেতার পপুলারিটি বাড়ছে। প্রায়ই নানান ছবি, ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। সম্প্রতি যেমন ‘মন একে একে দুই’ গানটিতে একটি রিল ভিডিও বানিয়ে তা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ঋত্বিক।
View this post on Instagram
ভিডিওটির ক্যাপশনে পর্দার সাত্যকী লিখেছেন, ‘এটা তোর জন্য’। সঙ্গে সঙ্গে অনস্ক্রিন স্বামীর সেই ভিডিওয় কমেন্ট করেন ঊর্মি অভিনেত্রী অন্বেষা। তিনি লেখেন, ‘ভাই আমার প্রেমে পড়েছে’। অন্বেষার মন্তব্যের পাল্টা জবাব দিয়ে ঋত্বিক আবার লিখেছেন, ‘কেবলমাত্র লিরিক্সের প্রেমে পড়েছি’।
ঋত্বিক অবশ্য যতই লুকোনোর চেষ্টা করুন না কেন, গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে অভিনেতা নাকি প্রেমে পড়েছেন। অনস্ক্রিন ভাইয়ের বৌ শ্রীতমাকে নাকি মন দিয়ে বসেছেন তিনি। এই বিষয়ে বেশ কয়েকবার সংবাদমাধ্যমের তরফ থেকে ঋত্বিককে জিজ্ঞেসও করা হয়েছে। যদিও অভিনেতা বারবার একটাই কথা বলেছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি কোনও প্রকার মন্তব্য করতে চান না।
প্রসঙ্গত উল্লেখ্য, ‘এই পথ যদি না শেষ হয়’ শেষ হওয়ার পর ঋত্বিক নতুন ধারাবাহিক নিয়ে আসলেও অন্বেষাকে এখনও পর্যন্ত পর্দায় দেখা যায়নি। শীঘ্রই অবশ্য ‘চিনি ২’র মাধ্যমে বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন তিনি। পাশাপাশি শোনা যাচ্ছে, ছোটপর্দার একটি প্রোজেক্টও রয়েছে অভিনেত্রীর হাতে।