জি বাংলার জনপ্রিয় সিরিয়াল গুলোর মধ্যে অন্যতম ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi)। বাধাধরা ছকের বাইরে এই সিরিয়ালের গল্প আর গল্প বলার ধরণ খুব অল্প সময়ের মধ্যেই দর্শকমনে বেশ পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে। তাই টিআরপির দৌড়েও ছোট্টো ছোট্ট পায়ে এগোতে শুরু করেছে ঊর্মি (Urmi) আর সাত্যকি (Satyaki) বাবুর লাভ স্টোরি। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের এই সিরিয়ালে ঊর্মির চরিত্রে অভিনয় করছেন অন্বেষা হাজরা (Anwesha Hazra) এবং সাত্যকির চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee)।
এমনিতেই সিরিয়ালের নায়িকা অর্থাৎ অন্বেষা সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন। মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে নানান রিল ভিডিও থেকে শুরু করে সিরিয়ালের সেটের অফ ক্যামেরা নানান মুহুর্তও শেয়ার করেন অভিনেত্রী। সম্প্রতি তেমনি একটি ভিডিও পোস্ট করেছিলেন ঊর্মি ওরফে অন্বেষা হাজরা। যার ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘ঊর্মির ব্যাপারে তো আপনারা সবই জানেন, এবার একটু অন্বেষার ব্যাপারে জানলে মন্দ কি!’
এই ভিডিওটিতে বিয়ে থেকে প্রেম, পছন্দের মিষ্টি থেকে সিনেমা নিজের বিষয়ে এমনই একাধিক সিক্রেট শেয়ার করেছেন অন্বেষা। ভিডিওর শুরুতেই ছোট্ট টিপস দিয়ে সকলের প্রিয় ঊর্মি জানান ‘আমি যখন উচ্চমাধ্যমিক দিচ্ছিলাম,সেইসময় কোথাও একটা পড়েছিলাম অনেকক্ষণ পড়াশোনার পর, কেউ যদি এক কাপ কফি খায়, তা হলে সে যা পড়েছে তা নাকি অনেকক্ষণ মনে রাখতে পারে। তারপর থেকে কফির প্রতি আলাদাই প্রেম হয়ে যায়,তাই কফিই পছন্দ।’
কথায় কথায় অভিনেত্রী জানান , ‘প্রিয় সিনেমা অনেক আছে। এই মুহূর্তে যেটা মুখে আসছে সেটা ‘থ্রি ইডিয়টস’।’ প্রিয় মিষ্টির বিষয়ে একটু ভেবে নিয়ে অন্বেষা জানায় তাঁর প্রিয় ডেজার্ট পায়েস। এছাড়া পাহাড় আর সমুদ্রের মধ্যে অন্বেষার পছন্দের ভিউ সমুদ্র। অন্বেষার কথায়, ‘আমি পাহাড়েও গিয়েছে, সমুদ্রেও গিয়েছি। কিন্তু সমুদ্র পছন্দ। কারণ সমুদ্রের পাড়ে দাঁড়ালে যেন হারিয়ে যাই।’
সিরিয়ালে তো কদিন আগেই বিয়ে হয়েছে ঊর্মির, আর এদিন নিজের বিয়ের প্রসঙ্গে ঊর্মি স্পষ্ট জানান ‘মানুষ নিজে নিজেকে চেনে বা বোঝে কম। কিন্তু এটুকু বুঝতে পেরেছি আমার দ্বারা খুঁজে প্রেম হবে না। আমার বাড়ির লোক বিয়ে দিয়ে দেবে, সেটাও জানি। আমার একা থাকতে প্রবলেম আছে, সেটাও একটা ব্যাপার। বাবা বিয়ে দিতে চাইলে বিয়ে করেও নেব। কিন্তু বাবাকে বলব, যাকেই ঠিক করো না কেন, আগে তার সঙ্গে একটু প্রেম করব। তারপর বিয়ে করব।’ সেইসাথে তাঁর আরও সংযোজন ‘ভালবাসার মতো বিলাসিতা আর কিছু হয় না।