টেলিভিশনের পর্দায় বাঙালি দর্শকদের বিনোদনের জন্য বহু সিরিয়াল (Bengali Serial) সম্প্রচারিত হয়। তবে কিছু সিরিয়াল এমন হয় যেগুলো সকলের মনের খুব কাছের হয়ে যায়। এই কাহিনীগুলি শেষ হয়ে গেলেও মানুষ মনে রেখে দেন ধারাবাহিকের প্রতিটা চরিত্র থেকে নায়ক নায়িকাদের। এমনই একটি জনপ্রিয় সিরিয়াল ছিল ‘রাধা’ (Radha)। সিরিয়ালের কাহিনী মন ছুঁয়েছিল সকলের।
সুন্দরী মানেই ফর্সা স্লিম হতে হবে আর উল্টোটা হলে সমাজে প্রতিমুহূর্তে বাঁধার সম্মুখীন হতে হয়! সমাজের এই চিত্রটাকেই তুলে ধরা হয়েছিল ‘রাধা’ সিরিয়ালের মধ্যে দিয়ে। গল্পে ওজন বেশি হওয়ার কারণে তাকে পদে পদে হেনস্থা হতে হত। তবুও হার না মেনে নিজেকে প্রমাণ করেছিল সমাজের কাছে। রাধার কাহিনী সেই সময় সকলের মন জয় করে নিয়েছিল।
সম্প্রতি আবারও পৰ্যায় আসতে চলেছে এক মোটা মেয়ের কাহিনী। নতুন ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় আসছেন ২০১৯ সালের ‘মিস প্লাস সাইজ ইন্ডিয়া’ (Miss Plus Size India Winner) এর বিজয়িনী অন্বেষা চক্রবর্তী (Anwesha Chakraborty)। এই সিরিয়ালের মধ্যে দিয়েই অভিনয় কেরিয়ারের শুরু করছেন তিনি। নতুন এই সিরিয়ালের নাম ‘সোহাগ চাঁদ’ (Sohag Chand)।
কালার্স বাংলায় আসতে চলেছে নতুন এই সিরিয়াল ‘সোহাগ চাঁদ’। ইতিমধ্যেই একটি প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে নায়িকাকে বলতে দেখা যাচ্ছে, একজন ভালো পাত্রীর মধ্যে আমরা কি কি গুণ দেখি? শিক্ষা দীক্ষা, বোধ বুদ্ধি, ঘরের সবার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাই তো? তবে আমায় ৩৪ জন বাতিল করেছে। কেন জানেন? আমার ওজনের জন্য। যাদের মধ্যে একজন আমার থেকেও বেশি মোটা।
এখানেই শেষ নয়, ছাদে লঙ্কা শুকাতে শুকাতে অভিনেত্রী বলেন, আমার বিশ্বাস কেউ তো আছে যে আমার ওজন দেখবে না। আমার মন দেখে আমায় পছন্দ করবে। সবশেষে শোনা যাচ্ছে সিরিয়ালের ট্যাগ লাইন, দিল দরিয়া প্রেমের ওজনদার গল্প ‘সোহাগ চাঁদ’। তবে সিরিয়ালটির সম্প্রচার কবে থেকে শুরু হবে সেটা এখনো জানা যায়নি।