• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৭০এ দাঁড়িয়েও দুর্দান্ত এনার্জি! ‘এক্কা দোক্কা’র ঠাম্মি অনুসূয়া মজুমদারের অভিনয়ে মুগ্ধ দর্শকরা

বাঙালির বিনোদনের জন্য সিরিয়াল থেকে শুরু করে সিনেমা সবই রয়েছে। আর রুপোলি পর্দা থেকে টেলিভিশন পর্দার অভিনেত্রীরা দর্শকদের কাছে অনেকটাই আপন হয়ে পড়েন। যেমন ধরুন অনুসূয়া মজুমদার (Anasuya Majumder) হলেন এমন একজন অভিনেত্রী যিনি  সকলের কাছে বেশ পরিচিত ও জনপ্রিয়। একাধিক সিরিয়ালে দেখা গিয়েছে তাকে। নিজের অভিনয়ের দক্ষতায় প্রতিবারেই মুগ্ধ করেছেন অভিনেত্রী।

কুসুমদোলা, কুন্দ ফুলের মালা, অন্দরমহল থেকে গাছকৌটো এই চার বাংলা মেগা সিরিয়ালেই (Bengali Mega Serial) কাজ করেছেন অনুসূয়া মজুমদার। আর জানলে অবাক হবেন, একেরপর এক নয় একসাথেই চারটি সিরিয়ালে কাজ করেছেন তিনি। এমন একজন অভিনেত্রী কিন্তু খুবই কম রয়েছে ইন্ডাস্ট্রিতে। অবশ্য শুধুমাত্র সিরিয়ালেই সীমাবদ্ধ থাকেন নি তিনি, রুপোলি পর্দাতেও নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন একাধিক ছবিতে।

   

Anusuya Majumder,Bengali Actress,Ekka Dokka,Bengali Serial,অনুসূয়া মজুমদার,বাংলায় অভিনেত্রী,এক্কা দোক্কা সিরিয়াল,পোখরাজের ঠাকুমা,Anusuya Majumder films,Anusuya Majumder Serials

অভিনেত্রী একসময় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন। সেখানে ফুল টাইম কাজ করেও নাচ, থিয়েটার থেকে পর্দায় অভিনয় সব সামলেছেন তিনি। তাছাড়া আগেই বলেছি একসাথে চারটে মেগা সিরিয়ালে অভিনয় কিন্তু মুখের কথা নয়। অভিনেত্রীর মতে এক সিরিয়ালের চরিত্র থেকে অন্য সিরিয়ালের চরিত্রে যেতে কোনো অসুবিধা হয় না তাঁর। কারণ অসুবিধা হলে এতদিন ধরে সেই কাজ কিভাবে করতেন তিনি!

Anusuya Majumder,Bengali Actress,Ekka Dokka,Bengali Serial,অনুসূয়া মজুমদার,বাংলায় অভিনেত্রী,এক্কা দোক্কা সিরিয়াল,পোখরাজের ঠাকুমা,Anusuya Majumder films,Anusuya Majumder Serials

তবে, শুধুই যে সিরিয়াল তা কিন্তু একেবারেই না। থিয়েটার থেকে সিনেমাতেও কাজ করেছেন তিনি। ‘বৃত্ত’ নামের একটি ছবিতে প্রথম কাজ করেন অনুসূয়া মজুমদার। কিন্তু প্রথম ছবি আজও মুক্তি পায়নি। নাটকের মঞ্চ থেকেই ছবিতে অভিনয়ের  প্রস্তাব আসে। পরিচালক মৃণাল সেন নিজে মঞ্চে অভিনেত্রীর অভিনয় দেখে ‘মহাপৃথিবী’ ছবির জন্য প্রস্তাব দেন।

সেই যে সিনেমায় অভিনয় শুরু হল এরপর আর থামতে হয়নি। কালরাত্রি, ভাল থেকো, চিত্রাঙ্গদা, গোত্র, মুখার্জী দার বউ এর মত একাধিক ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী দর্শকদের। বর্তমানে ছবিতে সেভাবে দেখা না  গেলেও সিরিয়ালে দেখা যাচ্ছে তাকে। বর্তমানে ষ্টার জলসার নতুন সিরিয়াল ‘এক্কা দোক্কা’তে নায়ক পোখরাজের ঠাকুমার চরিত্রে রয়েছেন অনুসূয়া মুখার্জী।

Anusuya Majumder with Sabitri Chatterjee

অভিনেত্রীর বর্তমান বয়স ৭০ পেরিয়েছে। তবে তাকে দেখে সেটা বোঝা একেবারেই অসম্ভব। আজও তাঁর অভিনয় দেখে মুগ্ধ হতে বাধ্য দর্শকেরা। তবে আগামী দিনে শুধু অভিনয়েই সীমাবদ্ধ না থেকে সিনেমা পরিচালনা করার কথাও ভেবেছেন অভিনেত্রী।

site