• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালোবাসার আরেকনাম কলকাতা, শুটিং শেষে মেয়ে ভমিকাকে নিয়েই বেলুড় মঠ, কালীঘাট ঘুরলেন অনুষ্কা

Published on:

Anushka Sharma visited Belur Math Kalighat and other famous places of Kolkata viral photos

অনুষ্কা শর্মা (Anushka Sharma) নামটা বিনোদন কিংবা খেলা প্রেমী উভয়ের কাছেই পরিচিত। বলিউডের অভিনেত্রী (Bollywood Actress) হিসাবে যেমন অনুষ্কার জনপ্রিয়তা রয়েছে তেমনি বিরাট কোহলির স্ত্রী হিসাবেও ব্যাপক পপুলার তিনি। বিগত কয়েকমাস যুবক অনুষ্কা বেশ চর্চায় উঠে এসেছেন। নেপথ্যের ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ (Chakdah Xpress)। মা হওয়ার পর আবারও অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী, আর এটাই হতে চলেছে তাঁর কামব্যাক ছবি।

ছবিতে প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবন কাহিনী তুলে ধরা হবে। আর ছবির শুটিংয়ের জন্য কখনো হাওড়া কখনো আন্দুল তো কখনো ইডেন গার্ডেনে যেতে হচ্ছে তাকে। এমনিতেই কলকাতা মানে আলাদাই একটা ভালো লাগা, কাজের জন্য এলেও ফাঁকে কলকাতা ঘুরে দেখার লোভ কি আর সামলানো যায়। তাই ফাঁকে ফাঁকেই তিলোত্তমা ঘুরে দেখেছেন তিনি।

Anushka Sharma in Belur Math and Kalighat Mandir

ইতিমধ্যেই ছবি ফার্স্ট লুক থেকে অনুষ্কার শুটিংয়ের ভিডিও প্রকাশ্যে এসেছে। তীব্র রোডের মধ্যে মধ্যে ঝুলন গোস্বামীর সাজে ক্রিকেট খেতে দেখা গিয়েছে তাকে। অনুষ্কার সাজের বর্ণনা কিছুটা এরকম, ঘাড় অবদি ছোট করে কাটা চুল, পরনে রয়েছে স্কুল ড্রেস আর হাতে রয়েছে ক্রিকেট ব্যাট।

Anushka Sharma as Jhulan Goswami in Biopic Chakdah Xpress

শুটিংয়ের মাঝে ঘোরা থেকে খাওয়া দাওয়া আর জমিয়ে মজা করেছেন তিনি। আর সোশ্যাল মিডিয়াতে ভক্তদের সাথে এই মুহূর্ত শেয়ার করে নিয়েছেন ছবি ও ভিডিওতে। কখনো ঝালমুড়ি তো কখনো বাঙালির জিভে জল আনা পেয়ারা মাখা খাওয়ার ছবি শেয়ার করেছেন তিনি। তবে সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা কিছু ছবি ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।

অনুষ্কার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে মেয়ে ভমিকাকে নিয়ে গোটা কলকাতা ঘুরেছেন তিনি। তারই কয়েক ঝলক শেয়ার করে নিয়েছেন সবার সাথে। কালীঘাটের মন্দির দর্শন থেকে বেলুড় মঠের গঙ্গা দর্শন করেছেন তিনি। দুধু তাই নয় কলকাতা আসলে কি আর বাঙালির প্রিয় খাবার মিস করা যায়! ক্ষীর দই, মিষ্টি দই, কেশর দেওয়া চা, সিঙ্গারা চাটনি, কচুরি তরকারি পুটি রামের কচুরি সবই চেখে দেখেছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥