কিছুদিন আগেই মা হয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কার কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে এক কন্যা সন্তান। তবে জন্মের পরেই প্রকাশ্যে আসেনি বিরুষ্কার সদ্যোজাতের ছবি। নিজেদের জন্য কিছুটা ব্যক্তিগত সময় চেয়ে নিয়েছিলেন এই সেলেব্রিটি দম্পতি। শেষে মেয়ের নাম জানিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন ছবি। বিরাট ও অনুষ্কার একরত্তি মেয়ের নাম রেখেছেন ভমিকা (Vamika)।
কিন্তু তাতেও বিপত্তি! মেয়ের নাম নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু হয়েছে কটাক্ষ। প্রথমত মেয়ের নাম নিয়ে আপত্তি জানিয়েছেন কিছু নেতিজনেরা। একজনের মতে মেয়ের নাম সীতা রাখলেন না কেন? সীতা না রেখে ভমিকা রাখলেন!
তো অন্যদিকে কিছু নেটিজনদের থেকে কটাক্ষের সুর মিলেছে সুশান্ত প্রসঙ্গে। এক নেতিজনেরমতে সুশান্ত মৃত্যু নিয়ে এখনো পর্যন্ত কেন কোনো রকম মন্তব্য করলেন না অনুষ্কা শর্মা? এতো কিছু ঘটে যাবার পর কেন এখনো চুপ রয়েছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, বলিউডের কটাক্ষের সুর এই প্রথম নয়। এর আগেও কিছু সেলেব দম্পতিকে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। বলিউডের পাওয়ার কাপল সাইফ আলী খান ও কারিনা কাপুর এই ধরণেরই কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন।
সাইফ কারিনার প্রথম সন্তান তৈমুরের নামকরণ করার পর সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ট্রোলের শিকার হয়েছিলেন তাঁরা। আর এবার একই ভাবে বিরাট অনুষ্কার মেয়ে ভামিকার নাম সামনে আসতেই ফের শুরু হয়েছে ট্রোলিং। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো রখম মন্তব্য করেননি বিরাট বা অনুষ্কা।