বলিউডের প্রথম সারির অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) । পাশাপাশি তিনি ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) স্ত্রী। চলতি বছরের জানুয়ারি মাসেই বিরুষ্কার কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান ভামিকা (Vamika)। বর্তমানে অনুষ্কার জগৎ জুড়ে রয়েছেন একরত্তি মেয়ে ভামিকা। এমনিতে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ থাকলেও আজ পর্যন্ত মেয়েকে ক্যামেরার সামনে নিয়ে আসেননি এই সেলিব্রেটি জুটি।
উল্লেখ্য ভামিকার জন্মের আগেই এক সংবাদমাধ্যমে দেওয়া বিবৃতিতে অভিনেত্রী জানিয়েছিলেন ‘আমরা অনেক ভাবনাচিন্তা করেছি। জনগণের চোখের সামনে অবশ্যই আমরা আমাদের সন্তানকে বড় করতে চাই না। সোশ্যাল মিডিয়াতে কোনওভাবেই সন্তানকে যুক্ত করতে চাই না। এই সিদ্ধান্তটা সন্তানের উপর ছেড়ে দেওয়া উচিত।’
তাই এখনও পর্যন্ত মেয়ের মুখের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি বিরাট অনুষ্কা। এমনকী,পাপারাৎজিদের কাছেও অনুরোধ করেছেন যাতে তাঁদের অনুমতি ছাড়া ভামিকার কোনও ছবি তোলা না হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অন্তঃসত্ত্বা থাকাকালীন নিজের বেশ কিছু অনুভূতি ফাঁস করেছেন অনুষ্কা নিজেই।
অনুষ্কা জানিয়েছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি মনে করতেন সন্তান জন্মের পর নিজের প্রতি বিতৃষ্ণা তৈরি হবে তাঁর। এমনকি নিজেকে ঘৃণা করতেও শুরু করবেন তিনি। অনুষ্কার কথায় ‘এই বিষয়টা নিয়ে আমি ভীষণ চাপে ছিলাম। ভয় পেয়েছিলাম, নারীরা মা হওয়ার আগে এবং পরে একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে যায়। সেই সময় তাঁদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করা হয়। নিজে অত্যন্ত সচেতন হওয়া সত্ত্বেও আমি একটু চিন্তায় ছিলাম। মনে হচ্ছিল-আমি কি আমার শরীরকে ঘৃণা করতে চলেছি?’
সেইসাথে অভিনেত্রী আরও বলেন, ‘আমার মনে হতে থাকে আমার শরীর আর আগের মতো থাকবে না। এমনকি আগের মতো টোনডও থাকবে না। এটা নিয়ে বিশেষ সচেতন আমি।এমনকি শরীরচর্চাও করছি। তবে বলতে পারি, আগের তুলনায় আমার ত্বক নিয়ে এখন আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। ‘