• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমার দিকে কাদা ছোড়া বন্ধ করো, দীপিকা পাডুকোনকে খোঁচা অনুষ্কার

Published on:

অনুষ্কা শর্মা ও দিপীকা পাদুকোন দুজনেই বলিউডের টপ ক্লাস নায়িকা। দুজনেই কেরিয়ারের প্রথম থেকেই একের পর এক হিট ছবি দিয়ে মন জয় করেছেন লক্ষ লক্ষ দর্শকের। ২০০৭ এ দীপিকা “ওম শান্তি ওম” ও ২০০৮ এ অনুষ্কার “রব না বানা দি জোডি ” নজর কাড়ে দর্শকদের। তবে দুজনেরই একটা যোগসূত্র আছে,সেটা হল রনভীর কাপুর। অনুষ্কা রণভীরের প্রাক্তন আর দিপীকা বর্তমান স্ত্রী।

অনুষ্কার সাথে সম্পর্ক খারাপ হবার পরেই দীপিকার সাথে প্রেমে আবদ্ধ হন রনভীর কাপুর। যার জেরে দুজনের মধ্যে সম্পর্ক প্রাথমিক ভাবে খারাপ থাকলেও পরে আরো বেশি খারাপ হয়। শোনা যায় দুজনের মধ্যে রেষারেষির জেরে বিজ্ঞাপন নিয়ে টানাটানি শুরু হয়।

অনুষ্কার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি নিজের পারিশ্রমিক কমিয়ে দীপিকার থেকে বিজ্ঞাপনের কন্ট্রাক্ট ছিনিয়ে নেন। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। তিনি বলেছেন “আমার আর দীপিকার মধ্যে কোনো তুলনা ভিত্তিহীন,আমাদের মধ্যে কোনোরকম যোগাযোগ নেই। ”

শুধু তাই না অনুষ্কা আরো বলেন ,আমাদের দুজনের অভিনয়ের ভঙ্গি আলাদা,আমরা আলাদা আলাদা চরিত্রে অভিনয় করি। দীপিকা অনেক বেশি ছবি করে। কিন্তু আমি ওর তুলনায় অনেক কম ছবি করি,যেমন তেমন ছবি করা আমার পছন্দ নয়। ”

বিজ্ঞাপন প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে অনুষ্কা বলেন “আমার বিজ্ঞাপনের অভাব নেই। বহু ব্রান্ডই বিজ্ঞাপনের চুক্তি রিনিউ করেছেন। ”

অনুষ্কা আরো বলেন ” ওর এক বান্ধবী আমায় ফোন করে শোনায় ও নাকি ইয়ে জাওয়ানি হায় ডিভানি সিনেমাতে এক্টিং করছে। কই আমার কোনো বান্ধবী তো ওকে ফোন করে কিছু বলে না।” আমি বর্তমানে অনুরাগ কাশ্যপ,রাজকুমার হিরানির মত পরিচালকের সাথে কাজ করছি সেখানে দীপিকা হয়তো কোনো অয়নের সাথে কাজ করছে।”

অনুষ্কার মতে “আমি কারোর দিকে কাদা ছুড়িনি। সুতরাং কেউ আমার দিকে কাদা ছুড়বে সেটাও আমি চাইবো না। আমি জানি আমি যথেষ্ট ভালো অবস্থায় আছি। কেউ সেটা আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। “

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥