বছরের শুরুতেই মা হয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) পত্নী অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। আর সদ্যজাত কন্যার সাথে সাথেই খুশির ঢল নেমেছে বিরুষ্কা পরিবারে। তবে, সদ্যজাত মেয়েকে নিয়ে চরম গোপনীয়তা বজায় রেখেছেন বিরাট ও অনুষ্কা। পাপ্পারাজিদের প্রথম থেকেই কড়া ভাবে জানিয়েছিলেন যাতে তাদের প্রাইভেসি টুকু যেন উলঙ্ঘন না করা হয়।
মা হবার পর থেকে দেখা পাওয়া যায়নি অনুষ্কা শর্মার। অবশেষে মা হবার ১১ দিন পর প্রথম পাপ্পারাজিদের ক্যামেরায় ধরা দেন বিরাট ও অনুষ্কা। সন্তান হবার পর চেকআপে গিয়েছিলেন দম্পতি। সেখানে অবশ্য পাপ্পারাজিদের হতাশ করেননি দুজনেই হাসি খুশি মেজাজে ছবি তোলার জন্য পোজ দিয়েছিলেন।
সেদিনের ছবি দেখেই অনেকের চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল। কারণ সদ্য সন্তান জন্মদেবার পর ১১ দিনের মাথাতেই গায়েব বেবি বাম্প। মা হবার সময় যে বেবি বাম্প দেখা দিয়েছিল তা একেবারে গায়েব! অভিনেত্ৰৰৰ ফিটনেসের প্রশংসা করেছিলেন তখন অনেকেই।
সম্প্রতি অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে তার একটি ছবি শেয়ার করেছেন। মা হবার পর কন্যা ভমিকাকে নিয়ে খুবই ব্যস্ত অভিনেত্রী। তাই খুব একটা সোশ্যাল মিডিয়াতে সক্রিয় নন এই মুহূর্তে। তবে, এদিন ব্যস্ততার ফাঁকে নিজের একটি মিরর সেলফি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে।
ছবিতে একেবারে পারফেক্ট ফিগারে দেখা যাচ্ছে অনুষ্কা শর্মাকে। মা হবার পর যে শরীরে মেদ জমে তার চিহ্নমাত্র নেই কোথাও। ছবি শেয়ার করে অনুষ্কা লিখেছেন, ‘‘বর্তমানের আমার প্রিয় অ্যাকসেসরি হল বার্প ক্লথ’। আসলে এই বার্প ক্লথ হল বাচ্চাদের কোলে নেবার জন্য নরম কাপড়। বাচ্চা হবার পর যেমন লালাপোশ ব্যবহার করা হয় তেমনি পোশাক যাতে না ভিজে যায় তাই বার্প ক্লথ ব্যবহার করা হয়।
তবে,বার্প ক্লথ হোক আর যাই হোক, অভিনেত্ৰী যে তার সেক্সী ফিট ফিগারে ফিরে গিয়েছেন তা সেলফি দেখলেই বোঝা যায়। প্রেগনেন্সি চলাকালীন নিয়মিত ব্যায়াম ও শরীরচর্চার মাধ্যমে নিজেকে ফিট রাখতেন। শরীরচর্চায় স্বামী বিরাটও হেল্প করতেন অনুষ্কাকে। তারই সুফল দেখা যাচ্ছে অনুষ্কার ফিগারে।