সিডনিতে চলছে ভারত-অস্ট্রেলিয়ার (Ind vs Aus) তৃতীয় টেস্ট। যদিও এইবারে ভারতের অধিনায়ক অজিঙ্ক রাহানে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিরাট কোহলির (Virat Kohli) ছুটি নেওয়ার কারণটা সকলেরই জানা। সূত্রের খবর, এ মাসেই সন্তানপ্রসবের ইঙ্গিত দিয়েছেন অনুষ্কা (Anushka Sharma), আর তাই স্ত্রীর পাশে থাকার কর্তব্য পালনে ব্যস্ত বিরাট। যদিও এরজন্য সামাজিক মাধ্যমে কম সমালোচনার মুখে পড়তে হয়নি ভারতীয় অধিনায়ককে।
অন্যদিকে, অনুষ্কা-বিরাটের কন্যাসন্তান হবে নাকি পুত্রসন্তান, এ নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। এরই মাঝে জ্যোতির্বিজ্ঞানীর বক্তব্যে আরও জোরদার হয়েছে আলোচনা। আগামীতে অনুষ্কা-বিরাটের দাম্পত্যজীবন যথেষ্ট সুখের হবে এবং এর কারণ হবে তাঁদের কন্যাসন্তান, এমনটাই জানিয়েছেন খ্যাতনামা জ্যোতিষী পন্ডিত জগন্নাথ গুরুজী। গুরুজীর মতে, “অনুষ্কা ও বিরাট ইন্ডাস্ট্রিতে খ্যাত নিজ নিজ ক্ষেত্রে তাঁদের গুণাবলীর কারণে, আর তাই এই গণনা আমাকে খুব সাবধানে করতে হয়েছিল।” তাঁর মতে, বাবা-মায়ের মত তাঁদের কন্যাসন্তানও হবে ‘রূপে লক্ষ্মী-গুণে সরস্বতী”।
সূত্রের খবর, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে যথেষ্ট সাবধানে আছেন অনুষ্কা এবং এক্ষেত্রে স্বামী বিরাটকে পাশে পেয়ে যথেষ্ট স্বচ্ছন্দ বোধ করছেন তিনি। ভক্তকূলকে নিজেদের ব্যাপারে জানাতে ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই তাঁদের পোস্ট দেখা যাচ্ছে বলেও খবর। অন্যদিকে, বৃহস্পতিবার তাঁদের একসাথে ‘লাঞ্চডেট’-এ যেতে দেখা যায়।যদিও এসবের মাঝে নেটিজেনদের একাংশের মতে, জ্যোতিষীর মতে কন্যাসন্তান হবে বিরাট-অনুষ্কার, কিন্তু তা না হলে কিন্তু সোশ্যাল মাধ্যমে যথেষ্ট অস্বস্তিকর অবস্থায় পড়তে হবে গুরুজীকে!