• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অপেক্ষার অবসান! অবশেষে সদ্যজাত কন্যা সন্তান ‘ভামিকা’র ছবি প্রকাশ্যে আনলেন বিরুষ্কা

Published on:

চলতি বছরের শুরুতেই গত ১১ ই জানুয়ারি ভারতীয় ক্রিকেট টিমের ফার্স্ট লেডি বিরাট কোহলি (Virat Kohli) পত্নী অনুষ্কা শর্মা (Anushka Sharma) এর কোল আলো করে জন্ম নেয় একটি ফুটফুটে কন্যা সন্তান। মা-বাবা হওয়ার পরে সংবাদ মাধ্যমের কাছে একটু সমিয় চেয়ে নিয়েছিলেন ‘বিরুষ্কা’।

Anushka Sharma Virat Kohli

বিরাট সুখবর শেয়ার করে সাফ জানিয়েছিলেন, ‘অনুষ্কা ও নবাগত কন্যা সন্তান দুজনেই একেবারে সুস্থ্ আছেন। আমরা সত্যিই খুবই সৌভাগ্যবান যে আমরা আমাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি। আশা করি আপনারা আমাদের এই পরিস্থিতিতে একটু ব্যক্তিগতভাবে কাটানোর সময় দেবেন’।

Virat Kohli anushka Sharma daughter

কিন্তু বিরুষ্কার সন্তানকে একঝলক দেখার জন্য কার্যত মুখিয়ে ছিলেন তাদের অনুরাগীরা। এইসময় কালে অনুষ্কার মেয়ে বলে ভাইরাল হয়েছিল একাধিক ভুয়ো ছবি।

Virat Kohli Anushka Sharma

অবশেষে সকলের কৌতুহল সাঙ্গ করলেন অভিনেত্রী নিজেই। মাসের প্রথমেই নিজের কন্যা সন্তানের নাম এবং ছবি প্রকাশ্যে আনলেন বিরাট অনুষ্কা। ছবিতে দেখা যাচ্ছে, অনুষ্কার কোলে ফুটফুটে টাওয়ালে মোড়া ছোট্ট একরত্তি, পাশে দাঁড়িয়ে বিরাট৷ দুজনেই তাদের সন্তানের দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছেন। মেয়েকে আদরে ভালোবাসায় মুড়ে রেখেছেন অভিনেত্রী।

Virat Kohli anushka Sharma daughter vamika

এই মিষ্টি ছবি শেয়ার করে একরত্তির নাম প্রকাশ্যে আনলেন অনুষ্কা। বিরুষ্কার মেয়ের নাম ‘ভামিকা’ (Vamika)। দীর্ঘ ক্যাপশনে অভিনেত্রী লিখলেন, “আমরা একসঙ্গে ভালোবাসা, অস্তিত্ব আর কৃতজ্ঞতা নিয়ে বেঁচেছি, তবে আমাদের জীবনের সম্পূর্ন নতুন অর্থ খুঁজে দিয়েছে এই খুদে- ভামিকা। হাসি,কান্না, চিন্তা, আনন্দ- প্রত্যেকটা আবেগের অভিজ্ঞতা মিশে রয়েছে কয়েক মুহূর্তের মধ্যে! ঘুম নেই কিন্তু হৃদয় ভালোবাসায় ভরপুর। তোমাদের সকলকে ধন্যবাদ ভালোবাসা, প্রার্থনা এবং শুভ কামনার জন্য”। ছবি শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। কমেন্ট বক্স উপচে উঠছে শুভেচ্ছা বার্তায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥