• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আগে স্বামী-সন্তান পরে বলিউড, অভিনয়কে বিদায় জানালেন ইন্ডাস্ট্রির নম্বর ওয়ান নায়িকা!

এমন অনেক বলিউড (Bollywood) অভিনেত্রী রয়েছেন যারা কেরিয়ারের শীর্ষে থাকাকালীন বিয়ে করেছেন। অনুরাগী খোয়ানোর ভয় না পেয়ে, নিজেদের ব্যক্তিগত জীবনকেই প্রাধান্য দিয়েছেন। করিশ্মা কাপুর থেকে শুরু করে অনুষ্কা শর্মা (Anushka Sharma) হয়ে আলিয়া ভাট- সেই তালিকায় নাম রয়েছে একাধিক বি টাউন ডিভার। কিন্তু তাই বলে সম্পূর্ণ রূপে বলিউডকে বিদায়! সম্প্রতি বলিউডের এক নামী অভিনেত্রীর (Bollywood Actress) কথায় মিলেছে তেমনই আঁচ।

বিয়ের পর অনেক মেয়েই কাজ ছেড়ে ঘরকন্নায় মন দেন। বলিউডের নামী অভিনেত্রী অনুষ্কা শর্মাও সেই পথেই হেঁটেছেন। দীর্ঘদিন বড়পর্দায় দেখা নেই তাঁর। সম্প্রতি যদিও ‘কালা’ ছবিতে ক্যামিও রোলে দেখা মিলেছিল বিরাট কোহলির স্ত্রীর। তবে ফের পর্দা থেকে গায়েব তিনি। বি টাউন থেকে দূরে স্বামী-কন্যার সঙ্গে সময় কাটাতেই এখন বেশি ব্যস্ত থাকেন অনুষ্কা।

   

Virat Kohli and Anushka Sharma, Virat Kohli Anushka Sharma and Vamika, Anushka Sharma family

‘জয় তক হ্যায় জান’ নায়িকাকে কেন বলিউডে এখন বেশি দেখা যায় না সেই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খায়। তাহলে কি আস্তে আস্তে ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি? সম্প্রতি অনুষ্কার এক বক্তব্যে কিন্তু সেই আঁচই পাওয়া গিয়েছে।

অনুষ্কা বলেন, ‘আমি অভিনয় করতে ভালোবাসি। তবে আগে আমি যত সিনেমা করতাম, এখন আর অত সিনেমা করবো না। বছর হয়তো একটা সিনেমা করবো’। কিন্তু কেরিয়ারের শীর্ষে থাকাকালীন এমন সিদ্ধান্ত কেন নিচ্ছেন অভিনেত্রী? বিরাট-পত্নী বলেন, ‘আমি এখন যেভাবে নিজের জীবন কাটাচ্ছি তাতে আমি খুশি। অভিনেত্রী, পাবলিক ফিগার কিংবা মা হিসেবে আমার কাউকে কিছু প্রমাণ করে দেখানোর নেই। আমার যেটা ঠিক মনে হয় আমি সেটাই করি। নিজের কাছে জবাব দেওয়া ছাড়া আর কারোর কাছে আমার জবাব দেওয়ার কোনও প্রয়োজন আছে বলে মনে হয় না’।

Anushka Sharma in Koffee With Karan

অনুষ্কার এই বক্তব্য শোনার পরেই তাঁর বহু ভক্তের মন ভেঙে গিয়েছে। তাহলে কি সত্যি সত্যিই বলিউডকে বিদায় জানানোর কঠিন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তিনি? আপাতত সকলের মনেই ঘুরপাক খাচ্ছে এই একটি প্রশ্ন।

যদিও অনুষ্কা নিজেকে অভিনয় দুনিয়া থেকে পুরোপুরি সরিয়ে নিয়েছেন তা কিন্তু নয়। অভিনেত্রীকে এরপর ভারতের কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করতে দেখা যাবে। ইতিমধ্যেই ছবির শ্যুটিং সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন শুধু বাকি রয়েছে ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ।

site