• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিরাটের খেলা মানেই মাঠে অনুষ্কা! স্টেডিয়াম থেকে লাল পোশাকে অভিনেত্রীর বেবিবাম্পের ছবি ভাইরাল

Published on:

Virat Kohli Anushka Sharma

বিরাট-অনুষ্কার প্রেম যেন আস্ত একটা রূপকথার গপ্পো। ক্রিকেট পাগল ছেলেটা হঠাৎ প্রেমে পড়ল বি-টাউনের সুন্দরীর। তারপর বিয়ে সংসার করে এখন দুই থেকে তিন হতে চলেছেন এই তারকা দম্পতি। দুজনের হাজারো ব্যস্ততা থাকা সত্ত্বেও ভাটা পড়েনি তাদের প্রেমে।

বিরাট খেলবে আর অনুষ্কা মাঠে যাবে না তাই কী হয়?  ইতিমধ্যেই আইপিএলের মাঠে স্বমহিমায় আরবিসির অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন বিরাট কোহলি। আর অন্তঃসত্ত্বাকালীন সময়েও স্বামীর কাছ ছাড়া হননি অনুষ্কা। গ্যালারি থেকেই বিরাটের প্রতিটা ম্যাচে স্বামীকে সমর্থন করে গেছেন তিনি। আর সেখানেই লাল পোশাকে স্পষ্ট বোঋা যাচ্ছে অনুষ্কার বেবিবাম্প, ছবি প্রকাশ্যে আসতেই তা নিমেষে ভাইরাল নেটপাড়ায়। তাদের এই মিষ্টি কেমিষ্ট্রির প্রসংশায় পঞ্চমুখ সকলেই।গ্যালারি থেকে বিভিন্ন মেজাজে দেখা গেছে অভিনেত্রীকে। চোখে মুখে তার মা হওয়ার উচ্ছ্বাস স্পষ্ট।

সদ্য ৩২শে পা দিলেন বিরাট। এদিনৃ দুবাইয়ের টিম হোটেলে স্ত্রী অনুষ্কা এবং আরসিবির সতীর্থরা মিলে উদযাপন করলেন বিরাটের জন্মদিন। স্ত্রী অনুষ্কাকে পাশে নিয়েই কেক কাটলেন অধিনায়ক। আর তারপরেই কেক খাইয়ে গর্ভবতী অনুষ্কাকে জড়িয়ে ধরে স্নেহের চুম্বনে আদরে ভরিয়ে দিলেন বিরাট।

এদিকে বিরাটও তার কর্তব্য ভোলেননি।দিন কয়েক আগেই তুমুল ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছিল, প্র‍্যাকটিস চলাকালীন মাঠ থেকেই অনুষ্কাকে ইশারায় বিরাট জিজ্ঞেস করছেন “খেয়েছ তো?” আর গ্যালারি থেকেও অনুষ্কাও ভাবভঙ্গিতে বুঝিয়ে দিলেন হ্যাঁ!  তার খাওয়া হয়ে গেছে।

প্রসঙ্গত, গত ২৭ অগাস্ট অনুষ্কা-বিরাট জানান, তাঁরা মা-বাবা হতে চলেছেন। দু’জনেই নিজেদের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই সুখবর শেয়ার করেন। তাদের কথা মত, আগামী বছরের শুরুতেই নতুন অতিথির আগমন ঘটতে চলেছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সংসারে। সুখবর জানিয়ে ছোট বেবি-বাম্প সহ অনুষ্কার সঙ্গে একটি ছবি পোস্ট করেন বিরাট।ন

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥