• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিজয়ী হতে পারেননি সারেগামাপার মঞ্চে! তবুও ফাইনালে অনুষ্কার এই গানে মন্ত্রমুগ্ধ হয়েছিলেন দর্শকেরা

Published on:

Anushka Patra

জি বাংলা (Zee Bangla) চ্যানেলের জনপ্রিয় গানের রিয়েলিটি শো সারেগামাপা। বিগত ২০ এপ্রিল ছিল সারেগামাপা গ্র্যান্ড ফিনালে। গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হয়েছে অর্কদ্বীপ মিশ্র। তবে বিজয়ী হওয়ার পর থেকেই তাকে নিয়ে বিতর্কে শেষ নেই। কারণ দর্শকদের মতে সারেগামাপা বিজয়ী হওয়ার মত দাবিদার ছিল অন্যরা। যাদের মধ্যে অনুষ্কা পাত্রের (anushka patra) নাম এসেছে বারবার।

সারেগামাপা ২০২১ সিজনের এক প্রতিযোগী হলো অনুষ্কা পাত্র। নিজের অসাধারণ গানের গলা দিয়ে হাজার হাজার মানুষের মন জয় করে নিয়েছে অনুষ্কা। এবারের সারেগামাপার সিজনে হয়তো বিজয়ী হতে পারেনি সে তবে দর্শকদের হৃদয়ে কিন্তু নিজের জায়গা করতে ঠিকই সক্ষম হয়েছে অনুষ্কা। তাইতো ভিউয়ারস চয়েস অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে অনুষ্কাকে।

Anushka Patra

যেমনটা জানা যায় কলকাতার গার্ডেনরিচের মেয়ে অনুষ্কা। একেবারে ছোট থেকেই গান বাজনার প্রতি দারুন আকর্ষণ ছিল তার। অনুষ্কার মা বাবা এটা লক্ষ্য করেন। মাত্র তিন বছর বয়স থেকেই তার কাছ থেকে গান শেখা শুরু করে অনুষ্কা। এরপর ললিতকলার সংগীত একাডেমিতে ভর্তি হন অনুষ্কা। সেখান থেকে সন্দীপ ভৌমিক ও সীমান্ত সরকারের মতো গুরুর কাছ থেকে গানের শিক্ষা অর্জন করতে থাকেন তিনি। আর গান শিখে নিজেকে একেবারে যোগ্য করে তোলার লড়াই শুরু হয়।

সারাগামাপাই প্রথম নয়, এর আগে ভয়েস অফ ইন্ডিয়া কিডসে অংশগ্রহণ করেছিলেন অনুষ্কা। কিন্তু সেই সময় অনুষ্কার গানে সামান্য কিছু ভুলত্রূটি ছিল যে কারণে ফাইনালে উঠতে পারেননি সে। এরপর বিসংরক্ষম ভেঙে পড়েছিল অনুষ্কা। তবে হার মানেনি সে। সারেগামাপা লিটল চ্যাম্পস এতেও অংশগ্রহণ করেছিল অনুষ্কা। সেখানে লক্ষ লক্ষ মানুষের মন ছুঁয়েছিল নিজের গানের মাধ্যমে।

এরপর সম্প্রতি সারেগামাপাতে গ্রান্ড ফিনালেতে প্রতিযোগী হিসাবে নিজেকে প্রমাণ করেছেন অনুষ্কা। বিচারকের মত অনুযায়ী অর্কদীপ বিজেতা হলেও দর্শকদের মনে শুধুই অনুষ্কা। নানা ধরণের গান দিব্যি নিজের গলার অসাধারণ গান গাওয়ার ক্ষমতা দিয়ে গেয়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করে নিয়েছে সে।

অনুষ্কার গাওয়া গানের একটি ভিডিও ক্লিপ জি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়েছিল। ভিডিওটি বর্তমানে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। অবশ্য এখন বললে হয়তো ভুল হবে, গানটি গাওয়ার দিন থেকে এখনো পর্যন্ত বেড়েই চলেছে দর্শকের সংখ্যা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥