• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছেলেরাও শিবরাত্রি পালন করতে পারে! শিবের মত ‘স্বামী’ হতে মহাদেবের মাথায় জল ঢাললেন দিব্যজ্যোতি

dibyojyoti dutta,anurager choya,shivaratri,desher mati,দিব্যজ্যোতি দত্ত,অনুরাগের ছোঁয়া,দেশের মাটি,শিবরাত্রি

গতকালকেই ছিল মহা শিবরাত্রি (Maha Shivaratri)। এদিন সারা দেশ জুড়েই মেয়েরা উপোস রাখে তাদের স্বামীর মঙ্গলকামনায়। অথবা আইবুড়ো মেয়েরা মহাদেবের মতো বর পাওয়ার আশায় এই ব্রত রাখেন। কথিত রয়েছে এই দিনেই, মহাদেব এবং পার্বতীর বিবাহ হয়েছিল। সাধারণত মেয়েরাই এই দিনে উপবাস করেন, কিন্তু এই ধারণাকে এবার কার্যত ভাঙলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta)।

জানি দিব্যজ্যোতির আর আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই। বেশ কিছুদিন আগেও, দর্শকদের পছন্দের সিরিয়ালের তালিকায় ছিল ‘দেশের মাটি(Desher Mati)’ ধারাবাহিকটি। এই ধারাবাহিকে অভিনেত্রী শ্রুতি দাসের বিপরীতে কিয়ানের চরিত্রে অভিনয় করেছিলেন দিব্যজ্যোতি। আর এই মুহুর্তে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ তে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে তাকে।

dibyojyoti dutta,anurager choya,shivaratri,desher mati,দিব্যজ্যোতি দত্ত,অনুরাগের ছোঁয়া,দেশের মাটি,শিবরাত্রি

টেলিপাড়ার এই হার্টথ্রব গত চার পাঁচ বছর ধরেই পালন করছেন শিবরাত্রি। তাঁর মতে, শিব আদিযোগী তিনিই সৃষ্টি আবার তিনিই ধ্বংস৷ তাই মহাদেবের দারুণ ভক্ত দিব্যজ্যোতি নিয়ম নিষ্ঠা ভরেই শিব পুজো করেন৷ তার চাওয়া যদি কখনো তিনি বিয়ে করেন, তিনি যেন শিবের মতোই স্বামী হতে পারেন৷ ভোলেবাবার অস্তিত্ব সবার কাছেই সমান।

dibyojyoti dutta,anurager choya,shivaratri,desher mati,দিব্যজ্যোতি দত্ত,অনুরাগের ছোঁয়া,দেশের মাটি,শিবরাত্রি

শুধু শিবরাত্রি নয় প্রতি সপ্তাহের সোম বার নিয়ম নিষ্ঠা ভরে শিবপুজো করেন তিনি, খান নিরামিষ। কেননা হিন্দু ধর্মে বলা হয় সোম বার ভোলে বাবার দিন। এদিন শ্যুটিং শেষ করে নাকতলার শিবমন্দিরে গিয়ে মহাদেবের মাথায় জল ঢেলেই শিবের উপাসনা সারেন অভিনেতা৷ এদিন হলুদ পাঞ্জাবি পরে কপালে সিঁদুরের তিলক কেটে বাবার মাথায় জল ঢালার ছবি পোস্ট করেছেন অভিনেতা।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥