দিবজ্যোতি দত্তকে এখন এক ডাকে সবাই চেনেন। টেলিপাড়ার হ্যান্ডসাম এই হিরোর প্রেমে পাগল বাংলার অসংখ্য তরুণী। তাই এখন বাংলার ঘরে ঘরে প্রতিটি মেয়েই মনে মনে পর্দার এই ডাক্তারবাবুর মতো স্বামী চায়। বিশেষ করে স্টার জলসার একেবারে নতুন ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে তার অভিনীত সূর্য চরিত্রটি অল্প দিনেই মন ছুঁয়েছে দর্শকদের। সদ্য স্টার জলসার পর্দায় শুরু হওয়া ভিন্ন স্বাদের এই নতুন সিরিয়ালের মূলমন্ত্র হল, ‘রূপ নয়, গুণ দিয়েই মানুষের আসল বিচার হয়’।
আর এটা শুধু মুখের কথা নয়, বরং একেবারে মন থেকেই বিশ্বাস করেন এই ধারাবাহিকের নায়ক সূর্য। তাই জীবনে প্রথম নিজের মায়ের অমতে গিয়েই সে বিয়ে করেছে গুণবতী দীপাকে। শুধু তাই নয় সমাজের যে কোনো বাধা-বিপত্তিকে দূরে সরিয়ে শুধুমাত্র ভালোবেসে জীবনের যে কোনো পরিস্থিতিতে সূর্যকে সবসময়ই নিজের পাশে পেয়েছে দীপা। সূর্যর চরিত্রের এই সৎ অমায়িক দিকটি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। সূর্য আর দীপার এই জুটি এখন বাংলা টেলিভিশনের অন্যতম মিষ্টি এক জুটি।
প্রসঙ্গত এই সূর্য চরিত্রের অভিনেতা খুব অল্প বয়স থেকেই হিরো হিসাবে অভিনয় করা শুরু করেছিলেন।নিজের কেরিয়ারের শুরু থেকে এখনও পর্যন্ত টানা কাজ করে চলেছেন অভিনেতা। কোনদিনও দীর্ঘসময়ের ব্রেক নেননি অভিনেতা। ‘জয়ী’,থেকে শুরু করে একের পর এক ‘চুনিপান্না’, ‘দেশের মাটি’-র পর এখন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি। তবে এখন বেশ মন খারাপ সূর্য অভিনেতা দিব্যজ্যোতির। নিজের ইনস্টাগ্রামে ভগ্ন হৃদয় নিয়ে একটি লম্বা লেখা পোস্ট করে ক্যাপশনে দিব্য লিখেছেন, ‘এমনি লিখছি, আমার মন ভাঙেনি।’
প্রসঙ্গত টলিপাড়ায় কান পাতলে তার সঙ্গে দেশের মাটির এক পার্শ্বচরিত্রের নায়িকার প্রেমের গুঞ্জন শোনা যেত। তবে কি সেই প্রেম পরিণতি পাওয়ার আগেই ভেঙে গেল! প্রশ্ন ঘুরছে নেটিজেনদের মুখে মুখে। এদিন হৃদয় নিংড়ানো সেই লেখায় অভিনেতা লিখেছেন “যে পৃথিবীটা তোমার আমার ছিল, সেখানে আজ আর বৃষ্টি নামে না। সোনালি রোদের স্বপ্ন দিয়ে আঁকা আমাদের সুখের সীমানা আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। চেনা আকাশ আজ অচেনা, সেখানে ভোর হয় না, সন্ধ্যা নামে না। ঋতু পরিবর্তন যেন থমকে গিয়েছে কোনও এক অজানা কারণে।যে নক্ষত্র আমাদের স্বপ্ন দেখা শিখিয়েছিল, সে আজ আর আমাদের পৃথিবীকে ভালবাসে না। আজ তাই আকাশ অন্ধকার। কেন জানো? কারণ ফুলের থেকেও মিষ্টি যে হাসিটা ছিল ওই স্বপ্নের পৃথিবীতে, আজ তা বিলুপ্ত।”
সেইসাথে অভিনেতার আরও সংযোজন “কোনও সান্ত্বনার বাঁধ তাই দুঃখের এই জলপ্রপাতকে আজ আটকাতে অক্ষম। অনেক বার ভেবেছিলাম আমাদের কল্পনায় আঁকা সেই সুন্দর বাগানে দুজনে একসাথে হাত ধরে হেঁটে যাব। কিন্তু আজ আমি অসহায়। সেই বাগানের ফুলগুলো কোনও এক দমকা হাওয়ায় ঝরে পড়ে গেছে। সেই বাগান আজ শুধুই এক প্রাণহীন জঙ্গল। তবু রোজ আমি দূরে কোন নক্ষত্রের পথে পা বাড়াই যেখানে আমাদের পৃথিবীকে কেউ চেনে না। আমি জানি তুমি প্রতিবারের মতই আবারও আমাদের পৃথিবীকে সাজানোর মিথ্যে স্বপ্ন দেখাবে। এই স্বপ্ন দেখতে দেখতে আমি ক্লান্ত।তাই তোমার দেখানো অলীক স্বপ্নের পথ ছেড়ে আমি হাঁটবো এক নতুন স্বপ্নঘেরা পথে। সেই পথ আর স্বপ্ন দুটোরই নায়ক আমি নিজেই। ক্ষমা করো আমায়।”