• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জোড়া লাগল সূর্য-দীপার ভাঙা সংসার! রুপার সামনেই দীপার সিঁথিতে সিঁদুর দিল সূর্য, ফাঁস ধামাকা পর্ব

Published on:

Anurager Chowa today episode Surja puts Sindur to Deepa infront of Rupa

‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়ালের দর্শকদের বহুদিনের ইচ্ছা নায়ক-নায়িকা সূর্য-দীপার (Surjo-Deepa) মিল দেখবেন তারা .অবশেষে এসেই গেল সেই দিন। লাগাতার একঘেয়ে গল্প দেখে বেশ কিছুদিন ধরেই বিরক্ত ছিলেন এই সিরিয়ালের দর্শক। যার ছাপ পড়েছিল টিআরপি তালিকাতেও। তাই মাঝে টিআরপি তালিকায় ধাক্কা খেতেই টনক নড়েছে এই সিরিয়ালের নির্মাতাদের।

তাই অবশেষে সিরিয়ালটির আগামী ট্রাকে আসতে চলেছে দর্শকদের মনের মতন পর্ব। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন গত পর্বেই দেখা গিয়েছে দীপাকে আবার চরম অপমান করায় সূর্যের ওপর প্রচন্ড রেগে গিয়েছিল তার বাবা প্রবীর সেনগুপ্ত। রাগের মধ্যে ঝামেলা অশান্তি করতে করতে আচমকাই  তার হার্ট অ্যাটাক হয়ে যায়। এরপর দেখা দেখা যায় সূর্যের বাবাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,বিয়ে,Marriage,রুপা,Rupa,প্রবীর,Prabir,লাবণ্য,Labonyo

কিন্তু অসুস্থ অবস্থাতেও তিনি হাসপাতালের বিছানায় শুয়ে বড় বৌমা দীপাকে দেখার জন্য ছটফট করতে শুরু করেছেন। তখন জয় গিয়ে বৌ দিদি অর্থাৎ দীপাকে ডেকে নিয়ে আসে। এরপর সূর্য-দীপা দুজনেই প্রবীরের সামনে এসে দাঁড়াতেই তিনি চোখের সামনে দেখতে পান বিয়ের বেশে থাকা লাল টুকটুকে বেনারসি পরা দীপা আর লাল পাঞ্জাবি পরা সূর্য।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,বিয়ে,Marriage,রুপা,Rupa,প্রবীর,Prabir,লাবণ্য,Labonyo

আর হার্ট অ্যাটাক হওয়ার পর তাঁর শুধু মনে রয়েছে সূর্য দীপার বিয়ের পর থেকে পুরনো দিনের কথা। এরই মাঝে স্টার জলসার তরফে প্রকাশ্যে আনা হয়েছে একটি নতুন ভিডিও। সেখানে দেখা যাচ্ছে অসুস্থ বাবার কথা রাখতেই হাসপাতালের কেবিনে দাঁড়িয়েই দীপাকে সিঁদুর পরাচ্ছে সূর্য।

শুরুতে ভিডিওটিতে দেখা যাচ্ছে দাদুভাইকে দেখতেই কেবিনে হঠাৎ করে ছুটে এসেছে ছোট্ট রুপা। তখনই দীপার হাতে থাকা পুজোর ডালি থেকে সিঁদুর নিয়ে দীপার সিঁথি রাঙিয়ে দেয় সূর্য। বহু প্রতীক্ষিত এই দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গিয়েছে দর্শকদের।  এই ভিডিওটির ট্যাগ লাইনে লেখা রয়েছে ‘অবশেষে বিয়ে। তবে কি সমস্ত বাধা কাটিয়ে আবারও এক হতে চলেছে সূর্য দীপা?’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥