• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মপরিচয় জানতেই সোনা-রূপাকে নিয়ে চলে যাবে সূর্য! ‘অনুরাগের ছোঁয়া’য় আসছে মোড়ঘোরানো পর্ব

Published on:

Anurager Chowa Surja Wishes to adopt rupa from Deepa

স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটি দর্শকদের খুব পছন্দের। সূর্য (Surjya)-দীপার (Deepa) কাহিনী শুরু থেকেই মন ছুঁয়ে গিয়েছিল তাঁদের। তবে সোনা (Sona)-রূপার (Rupa) এন্ট্রির পর থেকে ধারাবাহিকের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। একাধিকবার বেঙ্গল টপারও হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। এবার এই সিরিয়ালের গল্পেই একটি ধামাকেদার মোড় আসতে চলেছে।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, মিশকার ষড়যন্ত্রের সৌজন্যে সূর্য-দীপা এখনও আলাদা থাকে। দীপা অবশ্য নিজের যমজ সন্তানের কথা জেনে গিয়েছে। তবে সূর্য এখনও জানে না, রূপা আসলে তাঁরই মেয়ে। তবে একথা না জানলেও ছোট্ট রূপার প্রতি আলাদা একটা টান রয়েছে তাঁর। রূপার জন্মপরিচয় না জানলেও তাঁকে নিজের মেয়ের মতোই ভালোবাসে সে।

Anurager ChhowaSona Rupa Surjo, Anurager Chhowa

ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে, আদালতের নির্দেশ অনুযায়ী সূর্য-দীপা এখন এক ছাদের তলায় থাকছে। সোনা-রূপাও এখন মা-বাবার কাছেই চলে এসেছে। সেনগুপ্ত বাড়ি ছেড়ে দুই মেয়েকে নিয়ে ‘সুদীপা’ এখন দীপার বাড়িতেই থাকছে।

পাশাপাশি এও দেখানো হচ্ছে, সোনা-রূপা এখন নিজের মা এবং বাবাকে খুঁজছে। দু’জনেই চাইছে তাঁদের পরিবার সম্পূর্ণ হোক। রূপা একদিকে তাঁর বাবাকে পেতে মরিয়া, অপরদিকে সোনা খুঁজছে তাঁর মা’কে। তবে এবার রূপার আসল পরিচয় না জেনেই তাঁকে দত্তক নেওয়ার ইচ্ছাপ্রকাশ করবে সূর্য।

Anurager chhowa Surjo deepa Sona Rupa, Anurager Chhowa

ধারাবাহিকে আগেই দেখানো হয়েছে, সূর্য এবং রূপা স্নেহের বন্ধনে আবদ্ধ। তাই ছোট্ট রূপাকে নিজের করে নেওয়ার জন্য সূর্য তাঁকে দত্তক নিতে চাইবে। কিন্তু দীপা নিজের মেয়েকে দত্তক নেওয়ার অনুমতি দেবে না। এতে ফের রেগে যায় সূর্য। আসল কারণ না জেনেই সে আবার দীপাকে ভুল বোঝে।

‘অনুরাগের ছোঁয়া’র কাহিনী এখন যেদিকে এগোচ্ছে তা দেখে মনে হচ্ছে শীঘ্রই মিশকার সব জারিজুরি শেষ হয়ে মিল হবে সূর্য-দীপাকে। সেই সঙ্গেই মা-বাবাকে ফিরে পাবে সোনা-রূপা। সোশ্যাল মিডিয়ার গুঞ্জন থেকে জানা যাচ্ছে, ধারাবাহিকে কাহিনী নাকি শীঘ্রই লিপ নেবে এবং দেখানো হবে সোনা-রূপা বড় হয়ে গিয়েছে। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় ‘সুদীপা’র গল্প।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥