• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এতদিনে ট্র্যাকে ফিরছে গল্প, DNA টেস্টে সামনে আসবে রুপার পিতৃ পরিচয়! প্রকাশ্যে ‘অনুরাগের ছোঁয়া’র আগাম পর্ব

Published on:

Anurager Chowa Surja will come to know Rupa is his daughter after DNA test

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। হাইভোল্টেজ ড্রামার এই পারিবারিক ধারাবাহিকের প্রতিটা পর্বেই এখন রয়েছে টানটান  উত্তেজনার পর্ব।  ধারাবাহিকের নায়ক নায়িকা সূর্য-দীপা (Surjo-Deepa) ছাড়াও এই সিরিয়ালের অন্যতম মূল  আকর্ষণ হল তাঁদের  দুই যমজ মেয়ে সোনা আর রুপা (Sona-Rupa)।

সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন ইতিমধ্যেই সোনা নিজের চেষ্টায় জেনে  গিয়েছে নিজের বাবার পরিচয়।  সূর্য অর্থাৎ ডাক্তারবাবুই যে তার বাবা একথা জানার পর থেকে নিজের মনের মধ্যেই গুমড়ে গুমড়ে কষ্ট পাচ্ছে রুপা। গত পর্বে সূর্য দীপাকে স্পষ্ট জানিয়েছে সে রুপার দায়িত্ব নিতে রাজি আছে কিন্তু তার জন্য দীপাকে রুপার অধিকার ছেড়ে দিতে হবে।

Rupa Surjo Anurager Chhowa New Promo

তা না হলে সে কোনদিন রুপাকে স্বীকার করবে না। একথা আড়াল থেকে শুনে ফেলেছিল ছোট্ট রুপা। এরপর থেকে কাউকে কিছু না বলেই নিজের মনের মধ্যেই কষ্ট পেয়ে চলেছে সে। এছাড়া গত পর্বে  দর্শক দেখেছেন সূর্যকে রুপা বাবা বলে জড়িয়ে ধরেছিল। যা দেখে উপস্থিত সবাই একেবারে তাজ্জব বোনে গিয়েছিল।

কিন্তু  রুপার  এমন অদ্ভুত আচরণ দেখে সবাই বুঝতে পারছে রুপা তাঁর বাবার জন্য কষ্ট পাচ্ছে। কিন্তু কেউই কিছু করতে পারছে না। অন্যদিকে পাতা মেয়ের কষ্ট দেখে হিংসুকুটিও ঠিক করেছে এই সমস্যার সমাধান করতে সে তাঁর বাবার সাথে ফুল মায়ের বিয়ে দিয়ে তাদেরকে সত্যিকারের নিজের বাবা-মা বানিয়ে নেবে। এরই মধ্যে সম্প্রতি দর্শকদের মন ছুঁয়েছে সূর্যের ভাই জয়ের অভিনয়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,জয়,Joy,নতুন চমক,New Twist

ছোট্ট রুপার কষ্ট দেখে তার কাকাই হিসেবে বুকটা যেন ফেটে যাচ্ছে জয়ের। আগামী পর্বে দর্শক দেখবেন সূর্য  বাড়ি এলে জয় তাকে প্রশ্ন করযে একবারও জন্যও সে কি ভেবে দেখেছে রুপার আচার-আচরণ, হাব -ভাব চাল-চলন কেন একেবারে তাঁদের মা লাবণ্য সেনগুপ্তের মতো? জয় সূর্যকে বলবে ‘নিজেকে একবারও প্রশ্ন করে দেখেছিস রূপা তোর নিজের মেয়ে কিনা?’

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,জয়,Joy,নতুন চমক,New Twist

এসব শুনে সূর্য বারবার জয়কে থামিয়ে দিয়ে বলতে থাকে ‘আমি এইসব কথা শুনতে চাই না’। তখনই উর্মি জয়কে থামাতে আসলে সেখান থেকে সরে গিয়ে সূর্য মনে মনে জয়ের বলা কথার সাথে রুপার কথা ভাবতে শুরু করে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥