• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্যর্থ মিশকার প্ল্যান! দীপা অসুস্থতাতেই ফিরল হারানো ভালোবাসা, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

Published on:

Anurager Chowa Surja takes care for Deepa as she is ill Super hit Episode out now

রাত নামলেই ঘরে ঘরে চলে ষ্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) সিরিয়াল। সূর্য-দীপা থেকে ছোট্ট সোনা-রুপার কাহিনী মন কেড়ে নিয়েছে দর্শকদের। কিন্তু কয়েকমাস ধরে যেন একই জায়গায় আটকে রয়েছে গল্প। এসবের জেরে দর্শকদের থেকে কমপ্লেন তো ছিলই। সাথে বিগত দু সপ্তাহ ধরে TRP লিস্টে প্রথমস্থান হারিয়েছে অনুরাগের ছোঁয়া।

যারা নিয়মিত দর্শক তারা জানেন মিশকার সমস্ত শয়তানি প্ল্যান ব্যর্থ করে এক ছাদের তলায় থাকছে সূর্য-দীপা। কিন্তু এখোনও হাল ছাড়তে রাজি নয় সে। তাই নানা উপায়ে দীপার ক্ষতি করার চেষ্টা করছে। অবশ্য সব বাঁধা এড়িয়ে ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসতে শুরু করেছে সূর্য-দীপা।

Anurager Chowa Deepa Arranges medical Camp for Surja

একসাথে থাকতে গিয়ে দীপাকে যতই দেখছে ততই পুরোনো স্মৃতি ভিড় করছে সূর্যের মনে। আজও যে একই রকম রয়ে গিয়েছে দীপা। শুধু তাই নয়, ডাক্তারবাবুর যাতে মন ভালো হয় তার জন্য দাতব্য চিকিৎসাকেন্দ্রের আয়োজন করে দীপা। কিন্তু লোকের রোগ সারালেও দীপা নিজেই অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থ দীপাকে দেখে একনিমেষে উধাও হয়ে যায় রাগ। নিজের হাতেই দীপার সেবা যত্ন করতে শুরু করে সূর্য। রাতে জ্বর এলে নিজেই জলপট্টি দিতে শুরু করে। সেই সময় ঘুমের ঘোরে ডাক্তারবাবুর হাত ধরে রাখে, আর একসাথেই ঘুমিয়ে পরে দুজনে। সকালে যখন ঘুম ভেঙে সূর্য দেখে দীপা তাকে জড়িয়ে ধরে রেখেছে।

Anurager Chowa Surja takes care for Deepa at night

বোঝাই যাচ্ছে, কোর্টের দেওয়া ৬ মাসের মধ্যেই হয়তো সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যাবে। আবারও এক হবে সূর্য-দীপা থেকে সোনা-রুপা সহ গোটা সেনগুপ্ত পরিবার। অবশ্য যে ভাবে ট্র্যাকের পরিবর্তন হয় তাতে নিশ্চিত কিছুই নয়। এখন অপেক্ষা আগামী দিনে কি হয় সেটা দেখার।

প্রসঙ্গত, এই পর্বেই আরও দেখা গিয়েছে ঘুম থেকে উঠে আবারও নিজের পুরোনো খিটখিটে মেজাজে ফিরে গিয়েছে সূর্য। দীপাকে আবারও ভুল বুঝতে শুরু করেছে সে। অন্যদিকে দীপার ক্ষতি করার জন্য সোনাকে স্কুল থেকে ফুসলিয়ে আবারও কিডন্যাপ করেছে মিশকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥