• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কালো মেয়ে চাইনা, বিয়ে থামিয়ে বরকে থাবড়ে উচিত শিক্ষা, সূর্যের প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা

Published on:

Anurager Chowa Surja Saves Marriage about to break because of Bride is black

বেশিরভাগ সিরিয়ালই কিন্তু বাস্তবের আয়না হয়ে থাকে। আর এইসব সিরিয়ালের মধ্য দিয়েই ফুটে ওঠে বিভিন্ন সামাজিক বার্তা। তাই বাস্তবতার ছোঁয়া ছাড়া সব সিরিয়ালই যেন অসম্পূর্ণ। বাংলা সিরিয়ালের জগতে এমন অনেক উদাহরণ রয়েছে যার মধ্যে দিয়ে দর্শক পেয়েছেন বেশ কিছু সামাজিক বার্তা। এবার তেমনই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে বার্তা দিয়ে এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)।

এই সিরিয়ালের নায়ক নায়িকারা বরাবরই দর্শকদের নয়নের মণি। তবে গতকালের পর্বে তাঁরা আবার যেন নতুন করে যেন মন জয় করে নিয়েছে দর্শকদের। আসলে গত পর্বে দেখা গিয়েছে দীপার পাড়ার একটি মেয়ের বিয়ে হচ্ছিল। কিন্তু মেয়ের গায়ের রং কালো হওয়ায় বিয়ে মাঝপথেই থামিয়ে দিয়েই পাত্রপক্ষ অর্থাৎ পাত্রের দাদা এবং বাবা মেয়ের বাবার কাছে পণ হিসাবে আরও ৫০ হাজার টাকা দাবি করে।

Anurager Chhowa Surjo Deepa New Twist

সেইসাথে বাড়ি ভর্তি আত্মীয়-স্বজন সকলের সামনেই পাত্রপক্ষ জানিয়ে দেয় টাকা দিতে না পারলে তারা তখনই তাদের ছেলেকে বিয়ের মন্ডপ থেকে উঠিয়ে নিয়ে চলে যাবে। আর ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় সূর্য-দীপা দুজনেই ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,বর্ণবৈষম্য,Colour Bar,দর্শকদের প্রশংসা,Audience Praise

এই পর্বে দেখা গিয়েছে পাত্র নিজের থেকে কালো মেয়েকে বিয়ে করতে চাইলেও তার দাদা আর বাবার চাপে সে  ইচ্ছা থাকলেও মনের কথা বলতে পারছিল না। কিন্তু সূর্য এসে তাকে সাহস যোগায়। আর এসেই সূর্য পাত্রের দাদার গালে কষিয়ে চড় মেরে তাকে প্রশ্ন করে ‘যে মা কালীর সামনে আমরা মাথা নত করে পুজো করি, মা মা করি, অঞ্জলি দিই, সেই মা কালীর মতো দেখতে একটা মেয়েকে বউ করে নিয়ে যেতে এতো লজ্জা করছে তোমাদের?

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,বর্ণবৈষম্য,Colour Bar,দর্শকদের প্রশংসা,Audience Praise

সমাজের কালো মেয়েদের হয়ে সূর্যের এই বার্তা মন ছুঁয়েছে দর্শকদের। প্রসঙ্গত এই সিরিয়ালটি যাঁরা শুরু থেকে দেখছেন তারা সকলেই জানেন শুরুর দিকে বহুবার এমনই আচরণের সম্মুখীন হয়েছিল নায়িকা দীপা। কিন্তু সেসময় সূর্য তাঁকে বুঝিয়েছিল রূপ নয় মনের সৌন্দর্য্যটাই আসল। এ

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,বর্ণবৈষম্য,Colour Bar,দর্শকদের প্রশংসা,Audience Praise

মনকি বাড়ির সকলের বিরুদ্ধে গিয়ে নিজের সুদর্শন হয়েও ডাক্তার সূর্য সেনগুপ্ত দীপাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। আর এই দিনও একইভাবে আরও একবার বর্ণবৈষম্যের বিরুদ্ধে গিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। এতে মাথা গরম সূর্যের প্রশংসায় পঞ্চমুখ দর্শক। তাছাড়া গতকাল ডাক্তারবাবুর ব্যবহারে ভীষণ খুশি হয়েছে দীপাও ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥