• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডিভোর্স অতীত, দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে সূর্য-দীপা! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগাম পর্ব

Published on:

Anurager Chowa Surja Deepa will get married new twist promo viral on social media

আইপিএলের মরসুমেও টিআরপি তালিকায় রাজত্ব করছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। স্টার জলসার এই সিরিয়াল গত কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপারের শিরোপা ধরে রেখেছে। সূর্য (Surjya)-দীপার (Deepa) সিরিয়াল একনাগাড়ে রাজত্ব করছে দর্শকমনে। এবার এই সিরিয়ালেই আসছে একটি বাম্পার টুইস্ট। নতুন বছরে নতুন চমক নিয়ে আসছে ‘অনুরাগের ছোঁয়া’।

স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, সূর্য-দীপার মধ্যেকার ভুল বোঝাবুঝি কিছুতেই মিটছে না। মিশকার ষড়যন্ত্রের জন্য গত ৮ বছর ধরে আলাদা থাকছে দু’জনে। শুধু তাই নয়, সূর্য দীপাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তও নিয়ে নিয়েছে। যদিও বিচারকের নির্দেশে এখন একসঙ্গে থাকতে হচ্ছে দু’জনকে।

Anurager Chowa surja deepa in court for divorce

‘অনুরাগের ছোঁয়া’র সাম্প্রতিক পর্বে যেমন দেখানো হয়েছে, নববর্ষ উপলক্ষ্যে সেনগুপ্ত পরিবারে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জয়, ঊর্মি, কাকু, কাকিমা, সোনা, রূপা প্রত্যেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, কল্পনায় একটি কাপল ডান্সও করেছে সূর্য-দীপা। ‘সুদীপা’র রোম্যান্টিক ডান্স দেখে খুশি হয়েছিলেন দর্শকরাও।

তবে এবার সিরিয়ালে আসতে চলেছে আরও বড় টুইস্ট। ধারাবাহিকে এখন ডিভোর্স ট্র্যাক চললেও, দর্শকদের চিন্তা করার কিছু নেই। কারণ সূর্য-দীপার ডিভোর্স তো হবেই না, বরং ফের ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়বে দু’জনে। হ্যাঁ, ঠিকই দেখছেন। এভাবেই এগোবে ধারাবাহিকের গল্প।

Anurager Chhowa, Surjya Deepa marriage

শোনা যাচ্ছে, বিচারকের নির্দেশ মতো একসঙ্গে থাকতে গিয়েই সূর্য-দীপা ফের একে অপরের কাছাকাছি আসবে। মিশকা দু’জনের ডিভোর্স করাতে চাইলেও, আসলে ঘটে যাবে অন্যকিছু। জানা যাচ্ছে, বিচ্ছেদ নয়, বরং নতুন করে সংসার পাতবে দু’জনে। ‘সুদীপা’র ডিভোর্স বাতিল হয়ে যাবে, আর সেই জন্য ফের করবে তাঁরা।

 

View this post on Instagram

 

A post shared by camouflage (@camouflage2302)


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘অনুরাগের ছোঁয়া’র একাধিক ভক্ত দাবি করেছেন যে সিরিয়ালের কাহিনী এভাবেই এগোবে। তাঁদের অনুমান, ডিভোর্স ক্যানসেল হওয়ার পরেও ফের ধুমধাম করে সাত পাক ঘুরবে সূর্য-দীপা। শুধু তাই নয়, বেশ কিছু জনপ্রিয় তারকা সেই পর্বে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। যদিও চ্যানেলের তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে অতীতে দর্শকদের বহু অনুমান মিলে গিয়েছে। তাই সূর্য-দীপার বিয়ের ট্র্যাক নিয়েও তাঁদের এই অনুমান যদি মিলে যায় তাহলে কিন্তু দারুণ হবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥