গতমাসের শুরুতেই ষ্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল অনুরাগের ছোঁয়া। আর পাঁচটা সিরিয়ালের কাহিনীর থেকে একেবারেই আলাদা এক কাহিনী নিয়ে শুরু হয়েছে এই সিরিয়াল। সিরিয়ালে রূপ নয় মানুষের গুণটাই যে আসল সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেমাগী সুন্দরীকে নয় বরং সত্যিকারের গুণী দিপাকেই পছন্দ সূর্যর। আর এবার সাত পাকে বাঁধা পড়ল দীপা-সূর্য।
বিগত ৭ই ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছে অনুরাগে ছোঁয়া সিরিয়ালের সম্প্রচার। তবে ইতিমধ্যেই দর্শকদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে দীপা ও সূর্যর জুটি। সিরিয়ালে করছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত ও দীপার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ ও দেমাগী সুন্দরীর চরিত্রে অভিনয় করছেন সৌমিলি চক্রবর্তী।
সম্প্রতি সিরিয়ালের নতুন প্রমো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে বিয়ে করছে দীপা ও সূর্য। শুরু থেকেই দীপাকে দেখে মুগ্ধ ছিল সূর্য। বাহ্যিক সৌন্দর্য নয় বরং মানুষের গুণটাই আসল বলে মনে করে সে। তাই মা দীপাকে গায়ের রং কালো হওয়ার জন্য সহ্য না করতে পারলেও দীপাকে ভালোবেসে ফেলেছে সে। নিজেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে।
সূর্যের থেকে বিয়ের প্রস্তাব পেয়ে মন থেকে খুশি হলেও প্রথমে এই বিয়ের জন্য চাইছিলো না সে। তবে সূর্য তাকে জানিয়েছে সে অন্যকাউকে নয় তাকেই মন থেকে ভালোবাসে। আর এবার ভগবানকে সাক্ষী রেখে দীপার সিঁথিতে সিঁদুর তুলে দেবে সূর্য। দুজনের বিয়ের প্রমো ভিডিও ইতিমধ্যেই শেয়ার করা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে নেটপাড়ায়। দর্শকেরাও এই প্রমো দেখে দারুন খুশি, প্রমো দেখে নিজেদের খুশি কমেন্ট বক্সে প্রকাশ করেছেন সকলে।
অবশ্য নেটিজেনরা আরও একটি কারণে খুশি হয়েছেন। বহুদিন পর কোনো সিরিয়ালে প্রথমবার সুস্থভাবে বিয়ে দেখানো হল। নাহলে বিগত কয়েক মাসে একাধিক সিরিয়াল আরম্ভ হলেও, প্রতিটিতেই অদ্ভুতভাব বিয়ে হয়েছে। উড়ন্ত সিঁদুরের বিয়ে দেখে একপ্রকার বিরক্ত হয়ে পড়েছিলেন দর্শকেরা। তাই সিরিয়ালের বিয়ে দেখেই নিজেদের ক্ষোভ প্রকাশ করতে দিতেন সকলে।
তবে এই সিরিয়ালে সেটা হয়নি, সুস্থভাবে ভগবানকে সাক্ষী রেখে নায়ক নিজেই নায়িকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তাই দর্শকেরাও খুশি হয়েছেন, সুস্থভাবে বিয়ের দৃশ্য দেখে।